ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ॥ ডিবির এএসআই ক্লোজড

প্রকাশিত: ০৩:৪০, ১৭ নভেম্বর ২০১৭

মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ॥ ডিবির এএসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার দুর্গাপুরে মাদক মামলায় ভয় দেখিয়ে এক নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় ফেঁসে গেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এএসআই। মতিয়ার রহমান নামের এ এএসআইকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয়া হয়। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভা এলাকার দেবীপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে শাহাবুল ইসলামের বাড়িতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মতিয়ার রহমান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় তার সঙ্গে আরও দুই পুলিশ সদস্য (কনস্টেবল) ছিলেন। এর আগে চলতি বছরের ২১ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাবুলকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় ডিবি পুলিশের এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। কিছুদিন আগে জামিনে কারাগার থেকে ছাড়া পান শাহাবুল ইসলাম। এরই সূত্র ধরে আবারও হানা দেয়া হয়। শাহাবুল ইসলাম জানান, কারাগার থেকে বের হয়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত হয়েছেন। তবে মঙ্গলবার দুপুর ২টার দিকে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি তার বাড়িতে যান। প্রথমে তারা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। পরে তারা আমার স্ত্রী শাহানারা খাতুনকে জড়িয়ে ধরে তার হাতে পাঁচ বোতল ফেনসিডিল ধরিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে আমার স্ত্রীর ব্লাউজের পেছনের অংশ ছিঁড়ে যায়। পরে তারা আমার স্ত্রীকে গ্রেফতারের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করেন। দেনদরবার করে অবশেষে ৫০ হাজার টাকা নিয়ে বিদায় হন তারা। শাহাবুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না।
×