ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজদিখানে সোনার দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৩:৩৯, ১৭ নভেম্বর ২০১৭

সিরাজদিখানে সোনার দোকানে ডাকাতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানের তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টার দিকে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে ডাকাতির এ ঘটনা ঘটায়। তবে কি পরিমাণ স্বর্ণালঙ্কার ডাকাতি হয়েছে, সে ব্যাপরে মুখ খুলছেন না স্বর্ণের দোকানে মালিক। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুলিশ জানায়, তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে রাত ১টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল বাজারে প্রবেশ করে বাজারের বিভিন্ন পয়েন্টে থাকা ৬ জন পাহারাদারকে বেঁধে ফেলে। আশুতোষ দত্ত জুয়েলারির প্রধান কেচিগেটের তালা কেটে ফেলে ডাকাতরা। এ সময় ভিতরে থাকা জুয়েলারি দোকানের ৪ জন কর্মচারী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনা স্থলে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য দোকানের ৪ কর্মচারীকে থানায় নিয়ে আসে। আশুতোষ দত্ত জুয়েলারির মালিক সুদর্শন দত্ত জানান, আমার তিন পুরুষের এ ব্যবসা। আমার কি পরিমাণ মালামাল ক্ষতি হয়েছে হিসাব না করে বলতে পারব না। আমার ১৭ কর্মচারী কাজ করে এ দোকানে। তার মধ্যে রাতে ৪ জন দোকানে ছিল।
×