ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারিরিকে জিম্মি করে রেখেছে সৌদি আরব ॥ অভিযোগ লেবাননের

প্রকাশিত: ০৩:৩৬, ১৭ নভেম্বর ২০১৭

হারিরিকে জিম্মি করে রেখেছে সৌদি আরব ॥ অভিযোগ লেবাননের

সৌদি আরবে সফরের সময় পদত্যাগের ঘোষণা দেয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে জিম্মি করে রেখেছে সৌদি আরবথ-এমন অভিযোগ করেছে লেবানন। ধারণা করা হয়েছিল দেশে নিরাপত্তাজনিত কারণে তিনি পদত্যাগ করেছেন। পরে জানা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জোর করে এ কাজ করিয়েছেন। বিবিসি ও ওয়েবসাইট। বুধবার ফ্রান্স বলেছে, সৌদি আরবে অবস্থানরত সাদ আল হারিরি অতি শীঘ্রই সপরিবারে ফ্রান্স ভ্রমণে যাবেন। ৩ নবেম্বর সৌদি আরব সফরে গিয়ে সেখান থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। এর পর থেকে তিনি দেশটির রাজধানী রিয়াদে অবস্থান করছেন। লেবাননের উর্ধতন কর্মকর্তা এবং রাজনীতিবিদরা দাবি করেছেন যে, হারিরিকে সৌদি আরব জিম্মি করে রেখেছে- এমনটি তারা জানতে পেরেছেন। তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে এমনটিও দাবি করছেন তারা। অন্যদিকে সৌদি আরব এবং স্বয়ং হারিরি দাবি করছেন যে, তাকে কোনভাবেই চাপ প্রয়োগ করা হয়নি। তিনি জিম্মিও নন। এ অবস্থায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, তিনি সাদ আল হারিরি এবং সৌদি আরবের যুবরাজ সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হারিরিকে সপরিবারে ফ্রান্স ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোন ধরনের রাজনৈতিক আশ্রয়ের নিমিত্তে হারিরি ফ্রান্স ভ্রমণে যাচ্ছেন না। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বরাবরই দাবি করে আসছেন, হারিরিকে সৌদি আরব জিম্মি করে রেখেছে। অবস্থাদৃষ্টে হারিরিকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। প্রেসিডেন্ট আউন জানিয়ে দিয়েছেন, হারিরি লেবাননে সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগের কারণ জানানোর পূর্ব পর্যন্ত তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করবেন না। এ প্রসঙ্গে বুধবার হারিরি এক টুইটে লেখেন, আমি সম্পূর্ণ ভাল আছি। দু’এক দিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি অনুযায়ী লেবাননে ফিরছি।
×