ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসতবাড়ীতে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশিত: ০২:৩৬, ১৬ নভেম্বর ২০১৭

হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসতবাড়ীতে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসতবাড়ীতে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শহরের চৌরাস্তা মোড়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথ ভাবে কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রবির কুমার রায়, সদস্য সচিব দিপক কুমার রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমূখ। বক্তাগন সঠিক তদন্তের মাধ্যমে আপরাধিদের শনাক্ত করে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা এবং দেশের শান্তি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। এ কর্মসূচিতে জেলার ৫টি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের ব্যানার নিয়ে এলাকার অসংখ্য লোকজন অংশ গ্রহণ করেন।
×