ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমা প্রস্তুতির জন্য জোড় এজতেমা

প্রকাশিত: ০১:৫৩, ১৬ নভেম্বর ২০১৭

বিশ্ব এজতেমা প্রস্তুতির জন্য জোড় এজতেমা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ২০১৮ সালের বিশ্ব এজতেমাকে সফল করতে শুক্রবার সকাল থেকে টঙ্গীর তুরগা নদীর তীরে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৫দিনব্যাপী জোড় এজতেমা। এই জোড় এজতেমায় বিশ্ব এজতেমাকে সফল করতে সারাদেশের ৬৪টি জেলার তবলীগ মুরুব্বীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১২ জানুয়ারী থেকে দু’পর্বে শুরু হবে তাবলীগ জামাতের বিশ্ব এজতেমা। এদিকে বিশ্ব এজতেমা সফল করতে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারী এবং ১৯ থেকে ২১ জানুয়ারী ২০১৮ সালের অনুষ্ঠিত দুই পর্বে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং এর পবিত্রতা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে মুসল্লীদের সার্বিক নিরাপত্তার সকল কার্যক্রম সম্পন্ন করার প্রয়াসে ইজতেমায় সেবা প্রদানকারী স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা এ সভায় যোগদান করেন। আগামী মঙ্গল আখেরী মোজানাতের মাধ্যমে শেষ হবে প্রাক প্রস্তুতিমূলক জোড় এজতেমা।
×