ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে মা-মেয়ের বিষপান ॥ মেয়ের মৃত্যু

প্রকাশিত: ০১:৪১, ১৬ নভেম্বর ২০১৭

রাঙ্গাবালীতে মা-মেয়ের বিষপান ॥ মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের উনিশ নম্বর গ্রামে স্বামী ও বাবার নির্যাতনে অতিষ্ট হয়ে মা ও মেয়ে একত্রে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এদের মধ্যে মেয়ে সুমি আখতার (১৭) গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মা আকলিমা বেগম (৪০) বেগম চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ সুমি আখতারের লাশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উনিশ নম্বর গ্রামের কৃষক ফজলু আলী প্রায়শঃ তার স্ত্রী আকলিমা বেগম ও মেয়ে সুমি আখতারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে ওঠেন মা ও মেয়ে। গতকাল বুধবার সন্ধ্যায় নির্যাতন সইতে না পেরে মা ও মেয়ে একত্রে ঘরে রাখা বোতল ভর্তি কীটনাশক ‘বাসুডিন’ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত প্রথমে তাদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় রাতে উভয়কে গলাচিপা হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেয়ে সুমি আখতার মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আলআমিন জানান, মা আকলিমা বেগমের অবস্থাও খুব একটা ভাল নয়। তারপরও সুস্থ করার চেষ্টা চলছে। মৃত সুমি আখতার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে মা-মেয়ে একত্রে কীটনাশক বাসুডিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে মেয়ে সুমি বেগম মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মেয়ের লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
×