ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরামিক পণ্যের মেলা ৩০ নবেম্বর শুরু

প্রকাশিত: ০০:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

সিরামিক পণ্যের মেলা ৩০ নবেম্বর শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩০ নবেম্বর শুরু হবে সিরামিক পণ্যের মেলা সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৭। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরত্ন মিলনায়তনে হবে তিন দিনের এই আন্তর্জাতিক মেলা। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেলার আয়োজক সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশে এখন দ্রুত বর্ধনশীল একটি খাত সিরামিক। এখাতের পণ্যের প্রসারের জন্য আমরা প্রথমবারের মতো মেলার আয়োজন করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিংয়ের জন্য এই মেলা। তিনি বলেন, বেশ কয়েক বছরে এই খাত প্রায় ৩০০ শতাংশ প্রসারিত হয়েছে। ২০০০ সালে বাংলাদেশে সিরামিকের প্রতিষ্ঠান ছিল ২২টি; এখন যার সংখ্যা ৬০টিরও বেশি। আরও ২০টি প্রতিষ্ঠান এখন পাইপ লাইনে রয়েছে। এতো কোম্পানি আসার কারণ হিসেবে তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস ও সস্তা শ্রমের কারণে সহজে পণ্য উৎপাদন করতে পারছে কোম্পানিগুলো। তবে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এসময় মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম, ফার সিরামিকের পরিচালক ইরফান উদ্দিনসহ সংঠনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×