ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতাবিরোধীরা বিজয় দিবসের অনুষ্ঠানে নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০০:২৮, ১৬ নভেম্বর ২০১৭

স্বাধীনতাবিরোধীরা বিজয় দিবসের অনুষ্ঠানে নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীরা নেতৃত্ব দেয়া বা অংশ নিতে পারবে না। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হবে। সাভার যাওয়ার রাস্তায় প্রতিটি ওভারব্রিজের নিচে পুলিশি পাহারা থাকবে। এ ছাড়া সন্ধ্যায় বাইরে অনুষ্ঠান করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি। রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×