ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ব্রীজে যাতায়াত

প্রকাশিত: ২৩:৪৫, ১৬ নভেম্বর ২০১৭

ঝুঁকিপূর্ণ ব্রীজে যাতায়াত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মানের বিশ বছর পরেও সংস্কার হয়নি জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রীজটির। ফলে ওই ব্রীজের ঢালাই খসে পরে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীসহ স্থানীয়দের ঝুঁকিনিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভূক্তভোগীরা জনগুরুত্বপূর্ণ ব্রীজটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডি বিভাগের কর্মকর্তাদের কাছে একাধিকবার ধর্না দিয়েও কোন সুফল পাননি। সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে এলজিইডি বিভাগ থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলের জন্য স্কুল সংলগ্ন খালের ওপর আয়রণ স্ট্রাকচারের ব্রীজটি নির্মান করেন। নির্মানের বিশ বছর পরেও ওই ব্রীজটি আর কোন সংস্কার না করায় ব্রীজের ঢালাই খসে পরে লোহার রড বেরিয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। একইসাথে ব্রীজের আয়রণ স্ট্রাকচারগুলোও মরিচা ধরে ভেঙ্গে খসে পরছে। ঝুঁকিপূর্ণ ওই ব্রীজ দিয়ে মোল্লাপাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীসহ প্রতিনিয়ত কয়েকশ’ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ব্রীজটি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় বাধ্য হয়েই অধিক ঝুঁকিপূর্ণ ওই ব্রীজ দিয়ে যাতায়াত করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার লোকজনকে অহরহ দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই ব্রীজটি আগামী এডিপি প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যানের সংস্কার প্রকল্পে সংস্কার করা হবে।
×