ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে পাঁচশ’কৃষকের মাঝে বিনামূল্যে বোরো বীজ বিতরণ

প্রকাশিত: ২১:৪৪, ১৬ নভেম্বর ২০১৭

করিমগঞ্জে পাঁচশ’কৃষকের মাঝে বিনামূল্যে বোরো বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশ’ প্রান্তিক ও জিরাতি কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করেছে সেবামূলক সংগঠন এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আয়লা গ্রামে জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পাঁচশ’ প্রান্তিক ও জিরাতি কৃষকের প্রত্যেককে ১০ কেজি করে ব্রি-২৮ জাতের বীজ দেওয়া হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এতে অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন মাইজভান্ডারী, যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, প্রভাষক সারোয়ার হোসেন মাছুম, টিপু সুলতান, বাহার উদ্দিন বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যেন আগামীতে বোরো ফসল ফলিয়ে ঘুরে দাঁড়াতে পারেন এই জন্যে তাদের বোরো বীজ সহায়তা দেয়া হয়েছে বলেও জানান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এই রাজনীতিবিদ।
×