ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খন্দকার ইমতিয়াল হোসেন আদর

জুমানজি এবার সিকুয়েল রিমেক নয়

প্রকাশিত: ০৬:৪২, ১৬ নভেম্বর ২০১৭

জুমানজি এবার সিকুয়েল রিমেক নয়

‘যারা পিছনে তাদের বিশ্ব ছেড়ে একটি উপায় খুঁজে পেতে চায়, খেলাটি তাদের জন্য’। হ্যাঁ, এটি সেই ক্লাসিক সিনেমার ট্যাগলাইন সেটি একসময় সারা বিশ্বে আলোড়ন ঘটিয়েছিল। কথা বলছি কিংবদন্তি রবিন উইলিয়ামস অভিনীত এবং জো জন্মটান দ্বারা পরিচালিত ‘জুমানজি’ (১৯৯৫) চলচ্চিত্রটির। সিনেমাটি একটা বোর্ড খেলার ওপর ভিত্তি করে ছিল যেটার ফাঁদে সবাই পড়ে। এটাই ছিল গল্পের মূল পটভূমি। সেই গল্পের রেশ ধরেই প্রায় ২১ বছর পর সিনেমাটির সিকুয়েল ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গাল’ মুক্তি পেতে যাচ্ছে ২০ ডিসেম্বর ২০১৭ তে। চলচ্চিত্রটির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গল্পের ধাঁচ এবার একটু ভিন্ন। আগের বার যেমন মেলাটি বাস্তব জগতে এসে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটায়, এবার হবে ঠিক এটার উল্টো। এবার খেলাটি নয় বরং খেলোয়াড়রা নিজেই একটি ভার্চুয়াল জগতে পাড়ি জমাবে। এবার গল্পটি একটি ভিডিও গেমকে ঘিরে যেখানে প্রত্যেক খেলোয়াড়কে একটি অবাস্তব বিষয়ে হারিয়ে যেতে দেখা যাবে এবং ঘটবে একের পর এক সব বিস্ময়কর ঘটনা। আগের বারের মতো এবারো থাকছে ৪টি মূল চরিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন কিংবদন্তি ডুয়াইন জনসন, জ্যাক ব্ল্যাক, কেডিন হার্ট ও আরও অনেকেই এবং পরিচালনা করছেন জেক কাস্তান। জুলাই ২০১২ সালে গুজব ছড়িয়ে পরে যে ছবি ‘জুমানজি’র একটি রিমেক ইতিমধ্যেই উন্নয়নে রয়েছে। দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে একটি সাক্ষাতকারে কলম্বিয়া চিত্রশিল্পী ডগ বেলগ্রাদ বলেছিলেন : ‘আমরা জুমানজি কে পুনর্মূল্যায়ন করতে এবং বর্তমানের জন্য আপডেট করতে যাচ্ছি।’ ১ আগস্ট ২০১২ তারিখে নিশ্চিত করা হয়েছিল যে ম্যাথু টলমাচ, উইলিয়াম টিটলারের পাশাপাশি নতুন সংস্করণ তৈরি করবে, যিনি মূল চলচ্চিত্রটি তৈরি করেছিলেন। ২০১৫ সালের আগস্টে, সনি চলচ্চিত্রটি ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখের জন্য মুক্তির তারিখ নির্ধারণ করে। এটি তখন ২০ ডিসেম্বর ২০১৭ তারিখে পিছিয়ে যায়। একটি ট্রেলার অনলাইনে জুন ২৯, ২০১৭ তারিখে আপলোড হয়। দ্বিতীয় ট্রেলারটি ২০ সেপ্টেম্বর মুক্তি পায়, যা প্রথম ট্রেলারের চেয়ে বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এবার আসা যাক গল্পের পটভূমিতে। মূল চলচ্চিত্রটি ১৯৯৫ সালে হয়েছিল যেখানে রবিন উইলিয়ামস অভিনয় করে এমন একটি মানুষ হিসেবে বিবেচিত হয়েছিল, যিনি ২৬ বছর ধরে একটি বোর্ড গেমের মধ্যে আটকা পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না দুইটি বাচ্চা খেলাটি খেলে। প্রথম চলচ্চিত্রের ঘটনাগুলোর ২১ বছর পর কুখ্যাত বোর্ড গেমটি এবার একটি ভিডিও গেমের মধ্যে বিবর্তিত হয়। চারটি কিশোর-কিশোরী এটি খুঁজে পায় এবং সেই একই জঙ্গলে আটকা পড়ে ঠিক যেমনটা আটকা পড়ে অ্যালান প্যারিশ অনেক বছর আগে। এখন একমাত্র উপায় হলো খেলাটি যথাযথ নিয়মে খেলা এবং শেষ করা। দীর্ঘ ২১ বছর পর ছবিটির সিকুয়েল হতে যাচ্ছে। ‘হ্যাঁ, এটি সিকুয়েল, রিমেক না’ এই কথাটাই পুনরায় ডুয়াইন জনসন তার ইনস্ট্রাগামের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেন। নির্মাতারা বলেছেন যে চলচ্চিত্রটি কিংবদন্তি রবিন উইলিয়ামসকে নিবেদিত করা হচ্ছে যিনি ১১ আগস্ট ২০১৪ সালে মারা যান। ট্রেলার দেখে দর্শকদের মিশ্র পর্যালোচনার মধ্যে পড়ে গেছে ছবিটি। কিন্তু ‘দ্যা রক’ বলে কথা। ঠিকই ব্যাপক সাফল্য কুড়োবে নির্মাতাদের ধারণা। তবে সিনেমাটির মূল প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে রিয়া জনসান পরিচালিত ‘স্টার ওয়ার্স “ দ্য ল্যাস্ট জেডাই, যেটির শুভ মুক্তি ১৫ ডিসেম্বর’ ২০১৭তে হতে যাচ্ছে। এখন দেখা যাক বক্স অফিসে। কে বাজিমাত করে।
×