ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

আরজে’র গল্পে বিদ্যা

প্রকাশিত: ০৬:৪২, ১৬ নভেম্বর ২০১৭

আরজে’র গল্পে বিদ্যা

বলিউডের গতানুগতিক গ্ল্যামারাস, রোমান্টিক নায়িকা চ্যালেঞ্জিং ব্যতিক্রমী চরিত্র চিত্রন তাকে অসাধারণ করে তোলে অনেক নায়িকার ভিড়ে। তার কারণে অভিনীত সিনেমাগুলোর প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছিল। ধারাবাহিক সাফল্যের জোয়ারে এক সময়ে ভেসে গেলেও ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ের পরে অভিনয় থেকে স্বেচ্ছায় অনেকটা গুটিয়ে আনেন নিজেকে হিন্দী সিনেমার গল্পে নানা পরিবর্তন আসছে। এক সময়ে এ্যাকশন, রোমান্টিক কিংবা পারিবারিক সেন্টিমেন্টনির্ভর সিনেমাতেই সীমাবদ্ধ ছিল বলিউড। এখন বিচিত্র স্বাদের গল্প হিন্দী সিনেমার দর্শকদের হৃদয়ে বার বার নাড়া দিয়ে যাচ্ছে। বাস্তব জীবনের ছায়া পড়ছে সেলুলয়েডে। দর্শক নিজেদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন সমকালীন অনেক হিন্দী সিনেমায়। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তেমনি একটি বলিউডি সিনেমা ‘তুমহারি সুলু।’ সুলোচনা। সাধারণ একজন গৃহবধূ। স্বামী এবং সন্তান নিয়ে মোটামুটি সুখী জীবনযাপন তার। মুম্বাই শহরে আটপৌরে জীবনে ঘরদোর সামলাতেই দিন-রাত কেটে যায়। তার স্বামী একটি প্রতিষ্ঠানে মধ্যম সারির কর্মকর্তা। সারাদিন পণ্য বিপণন কাজে তুমুল ব্যস্ত থাকতে হয় তাকেও। গৃহস্থালি কাজের ফাঁকে রেডিও অনুষ্ঠান শোনার মাধ্যমে সুলোচনা ওরফে সুলু তার বিনোদন চাহিদা মেটায়। রেডিও শুনতে শুনতে একসময় সুলু রেডিও জকি মানে আরজে হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন পূরণ করতে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়। আটপৌরে সাদামাটা জীবনে অন্যরকম স্বাদ বয়ে আনে। সাংসারিক ব্যস্ততার মধ্যেও সুলু আরজে হিসেবে কাজ শুরু করে একটি রেডিও স্টেশনে। অন্য আট-দশজন আরজের মতো নয়, সুলু রেডিওর মধ্য রাতের একটি অনুষ্ঠান উপস্থাপনার সুবাদে আলাদা জনপ্রিয়তা পায়। তার অনুষ্ঠানে বিচিত্র ধরনের মানুষ তাদের একান্ত অনুভূতি প্রকাশ করে। এভাবে শ্রোতাদের সঙ্গে জনপ্রিয় আরজে সুলুর চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। নিজের সাংসারিক আটপৌরে জীবনের পাশাপাশি সুলুর আরজে পরিচয় ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে। তেমনি একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আবার উপস্থিত হচ্ছেন বিদ্যা বালান। ৩৮ বছর বয়সী জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী বিয়ের পর গত কয়েক বছর ধরে রুপালি পর্দায় মাঝে মধ্যে উপস্থিত হচ্ছেন বটে, তবে প্রত্যাশিত সাফল্য ধরা দিচ্ছে না তার হাতে। ‘হামারি আধুরি কাহানি,’ ‘কাহানি টু’, ‘শাদি কে সাইড ইফেক্টস টি থ্রি এন’, ‘ববি জাসুস’, ‘বেগম জান’Ñ গত কয়েক বছরে বিদ্যা অভিনীত মুক্তিপ্রাপ্ত কোন একটি সিনেমা বক্স অফিসে সাফল্য না পাওয়ায় তিনি নিজেও বেশ হতাশ। সমালোচকদের কাছে তার অভিনয় প্রশংসিত হলেও অভিনীত ছবিগুলোর নানা দুর্বলতা, সীমাবদ্ধতা সবাইকে অবাক করেছে। ‘পা’, ইশকিয়া, দ্য ডার্টি পিকচার, ‘কাহানি’ ছবিগুলোর বক্স অফিস সাফল্যের সুবাদে একটি ভাল অবস্থানে পৌঁছে গিয়েছিলেন বিদ্যা। বলিউডের গতানুগতিক গ্ল্যামারাস, রোমান্টিক নায়িকা চ্যালেঞ্জিং ব্যতিক্রমী চরিত্র চিত্রন তাকে অসাধারণ করে তোলে অনেক নায়িকার ভিড়ে। তার কারণে অভিনীত সিনেমাগুলোর প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছিল। ধারাবাহিক সাফল্যের জোয়ারে এক সময়ে ভেসে গেলেও ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ের পরে অভিনয় থেকে স্বেচ্ছায় অনেকটা গুটিয়ে আনেন নিজেকে। স্বামী, সংসার নিয়ে ঘরকন্নায় ব্যস্ত হয়ে উঠলেও এর ফাঁকে গত কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা। এর মধ্যে ‘হামারি আধুরি কাহানি’, ‘কাহানি টু’ ‘বেগমজান’ ছবিগুলো নিয়ে দর্শক সমালোচকদের মধ্যে বাড়তি আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত ছবিগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় স্বাভাবিকভাবে তার ক্যারিয়ারে এক ধরনের অনিশ্চয়তাভাব সৃষ্টি হয়েছে। বিদ্যা নিজেও অবাক হয়েছেন। বিদ্যা বালান সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘ক্যারিয়ারের প্রথম দিকে আমি নানাভাবে বঞ্চনার শিকার হয়েছি। শোবিজে নতুন আসা মেয়েদের নানা নিগ্রহ আর হয়রানির শিকার হতে হয়, আমিও তার ব্যতিক্রম নই, তবে নিজের সম্মান মর্যাদা রক্ষার ব্যাপারে আমি সতর্ক এবং সচেতন ছিলাম, আমার কপাল ভাল বলিউডে শুরুতেই ‘পরিণীতা’র মতো একটি সফল সিনেমায় নায়িকা হতে পেরেছিলাম, সেখানে আমি আমার যোগ্যতার উজ্জ্বল প্রমাণ দিতে পেরেছিলাম। ফলে আমার ব্যাপারে সাধারণভাবে ভিন্ন একটি ধারণার সৃষ্টি হয়েছিল সবার মধ্যে।’ নতুন সিনেমা ‘তুমহারি সুলু’ নিয়েও বিদ্যা দারুণ আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক ধরনের চরিত্রে রূপদান করেছি। বেশিরভাগই জটিল এবং দুর্দান্ত চ্যালেঞ্জিং। এবার আমি বয়সের সঙ্গে মানানসই একটি নারী চরিত্রে অভিনয় করেছি, যাকে অতি সাধারণ মনে হলেও সে সত্যি অসাধারণ, অনন্যা, ব্যতিক্রমী।’
×