ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আট ছবির দখলে পুরো ডিসেম্বর

প্রকাশিত: ০৬:৪০, ১৬ নভেম্বর ২০১৭

আট ছবির দখলে পুরো ডিসেম্বর

ঈদ উৎসব ছাড়া অন্য সময়ে ঢালিউড অনেকটাই ঝিমিয়ে থাকে। সচরাচর এক মাসে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পায় না। নবেম্বর মাসে ছবি মুক্তির সংখ্যাও হাতেগোনা। কিন্তু আগামী ডিসেম্বর মাসে ঘটছে ব্যতিক্রম। একদিকে বিজয়ের মাস এবং অন্যদিকে বছরেরও শেষ। দীর্ঘ দিন যাবত দেশীয় কোন ছবিই যেন দর্শকদের হলে টানতে পারছিল না। ঠিক এমন সময় মুক্তি পায় ‘ঢাকা এ্যাটাক’ সিনেমাটি। ঢাকা এ্যাটাক দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পরেন। জোয়ার বইতে থাকে সিনেমা হলগুলোতে। চলচ্চিত্র জগতে যেন উদিত হয় সোনালি সূর্য। যা সিনেমাপ্রেমী দর্শকের উন্মাদনার মাত্রা আরও দিগুণ বাড়িয়ে দেয়। তাই বাংলা চলচ্চিত্রর জন্য বর্তমান সময়টা খুব ভাল যাচ্ছে বলে নির্মাতারা মনে করছেন। সেই দিক বিবেচনা করে প্রযোজক নির্মাতারা বিজয়ের মাসকে ছবি মুক্তির জন্য শুভ এবং সঠিক সময় মনে করছেন। তাই শেষ খবর পাওয়া পর্যন্ত ডিসেম্বর মাসে বিগ বাজেটের এবং গুণী নির্মাতাদের ৮টি ছবি মুক্তি পেতে যাচ্ছে। লিখেছেন- রুহুল আমিন ভূঁইয়া হালদা তিতাসের মতোই হালদা একটি নদীর নাম। সেই হালদা পাড়ের মানুষের জীবন আর সংগ্রামটাই সেলুলয়েডে বুনেছেন নির্মাতা তৌকির আহমেদ। নাম দিয়েছেন ‘হালদা’। আগামী এক ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। সাম্প্রতিক অতীতে এমন গল্প নিয়ে কোন বাংলা সিনেমা তৈরি হয়নি। কিন্তু ‘হালদা’ অনেকটাই আলাদা। অন্তত ট্রেলারে এমন ইঙ্গিতই দিলেন তৌকীর আহমেদ। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। ‘হালদা’র ট্রেলারে উঠে এসেছে বাংলার নদী পাড়ের মানুষের সংগ্রামী জীবন। প্রকৃতি ও মোড়লদের বিরদ্ধে যুদ্ধ করে কীভাবে টিকে আছে জেলে সম্প্রদায়। প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, আনন্দ, বেদনা সবই চিত্রায়ন করেছেন এই ছবিতে। শুধু তাই নয়, বাংলার প্রায় হারাতে বসা গৌরব উজ্জ্বল ঐতিহ্যের ছোঁয়াও সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, জাহিদ হাসান, রনা খান, দিলার জামান, মোমেনা চৌধুরীর মতো অভিনেতারা। ‘হালদা’র সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘চল পালাই’ জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ ছবিটি মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর। এই নির্মাতা জানান, ৪ ডিসেম্বর মহাসমারোহে সারাদেশে চল পালাই মুক্তি পাবে। ছবিটি নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার গল্পের আদলে। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা আরও আছেন সাদেক বাচ্চু, রেবেকা, শিমুল খান, বড়দা মিঠু, শাহিন খান, চিকন আলী, জাদু আজাদ, শামীম ও অন্যান্য। নির্মাতা বলেন, আসলে আমি একেবারেই মূল ধারার চলচ্চিত্রের মানুষ, ছোটবেলা থেকেই চলচ্চিত্র মানেই মূলধারাকে বুঝি। সেই হিসেবে দর্শকদের বলতে চাই, আপনারা হলে এসে একটি পরিপূর্ণ সিনেমা দেখতে পারবেন, কখনই আপনাদের মনে হবে না টাকা দিয়ে একটা লম্বা নাটক দেখেছেন। আমি ছবির গল্পে পূর্ণতা রেখেছি, কখনই মনে হবে না ছবির গল্পটা শেষ হয়নি। আর মেকিংয়ে, বর্তমান সময় তুলে আনার চেষ্টা করেছি। দর্শক যদি হলে এসে ছবিটি দেখেন তাহলে উৎসাহ পাব। ‘অন্তর জ্বালা’ ‘মাস্টার মেকার’ মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি এরই মধ্যে রেকর্ড গড়েছে। ‘অন্তর জ্বালা’ মুক্তি পেতে যাচ্ছে ১৭৫টি সিনেমা হলে। হল সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ‘নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে আরও অভিনয় করছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী। বেঙ্গলি বিউটি বিজয় দিবস উপলক্ষে আসছে ডিসেম্বরে বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তারমধ্যে অন্যতম ‘বেঙ্গলি বিউটি’। এ চলচ্চিত্রে সত্তর দশকের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের সামনে সত্তর দশকের পরিবেশকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরারই প্রয়াস চালিয়েছেন পরিচালক রাশান নূর। ছবিটিতে অভিনয় করেছেন লাক্স তারকা মুমতাহানা টয়া। এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ঘটছে এই লাক্স সুন্দরীর। তাকে দেখা যাবে সত্তর দশকের এক নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি পরিচালক নিজেও ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে ‘বেঙ্গল বিউটি’ ছবির প্রাক-প্রদর্শনী হয়েছে এবং সেটি বেশ প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের বিজ্ঞজনদের কাছে। তবে অনেকেই ছবিটিকে হলিউডের বিখ্যাত সিনেমা ‘গুড মর্নিং ভিয়েতনাম’র নস্টালজিয়ায় নির্মিত বলেও মন্তব্য করেছেন। সেই সঙ্গে এর নির্মাণের মুন্সিয়ানার প্রশংসাও করেন তারা। ‘সীমানা তাজ রহিমের দৃষ্টি নন্দন লড়াই’ নির্মাণ করে খ্যাতি অর্জন করা পরিচালক রাশান নূরের এ চলচ্চিত্র মুক্তিপাবে আগামী ১৬ ডিসেম্বর। ‘ভালো থেকো’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে। এমনটিই জানা গেছে। আরিফিন শুভ বলেন, ‘ভালো থেকো’র মুক্তি নিয়ে এতদিন দর্শক অপেক্ষায় ছিলেন। অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ আছে পাশাপাশি পুরো ছবি জুড়ে দর্শকদের জন্য বিনোদনের উপাদানটিও রয়েছে। এই ছবিতেও তার নির্মাণের নান্দনিকতা দর্শক দেখতে পাবেন।’ ছবিটিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ এবং তার সঙ্গে জুটি হয়েছেন এ সময়ের জনপ্রিয় ব্যস্ত তারকা তানিন সুবহা। ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা তানিন সুবহা ছবিটি প্রসঙ্গে তানিন সুবহা বলেন, আমি এত বেশি এক্সাটেড যে, ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে, আর মনে হচ্ছে আমি যেন কোন এ্যাওয়ার্ড পেয়ে গেছি। এই ছবিটি আমার জন্য অনেক স্পেশাল। কারণ রাজু ভাইর সঙ্গে প্রথম কাজ করেছি। এই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি তানিন ও আসিফ ইমরোজ জুটিকে দর্শক ভালভাবে গ্রহণ করবে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। সবাই হলে এসে ছবিটি দেখবেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, রেবেকা, এম এ শহীদ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী। ইনোসেন্ট লাভ জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তার অভিনীত দুই ছবি নিয়ে। আর এই দুটি ছবি হলো মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা” ও অপূর্ব-রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’। পরীমণি অভিনীত ইনোসেন্ট লাভ ছবিটি ঢাকাসহ সরাদেশের শতাধিক সিনেমা হলে এটি মুক্তিপেতে যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব-রানা। এতে পরীর বিপরীতে আছেন চিত্রনায়ক জেফ। মজার বিষয় হচ্ছে ছবিতে পরীমণি অভিনীত চরিত্রের নামও পরী। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী সহ আরও অনেকে। ‘আঁখি ও তার বন্ধুরা’ মোরশেদুল ইসলাম পরিচালিত ‘দীপু নাম্বার টু’, ‘আমার বন্ধু রাশেদ’-এর সাফল্যের পর এবার মুক্তিপাচ্ছে আরেকটি শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। শিশুসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’-এর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রাষ্ট্রীয় অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। ‘আঁখি’ নামে অদম্য এক ছোট মেয়েকে ঘিরে এই চলচ্চিত্রের কাহিনী। মেয়েটি অন্ধ। প্রতিবন্ধী স্কুলে না পড়ে সাধারণ স্কুলে পড়তে আসে সে। কিন্তু শিক্ষকদের দুর্ব্যবহারে আঁখি যখন চলে যেতে চায়, তিতু আর তার বন্ধুরা এগিয়ে আসে তখন। আঁখি অন্ধ হিসেবে বিবেচিত হতে চায় না। সে আর ১০ জনের মতো হতে চায়। আঁখির এই চ্যালেঞ্জ গ্রহণ করে বন্ধুরা। আঁখিকে অন্ধ হিসেবে কোন করুণা করে না তারা। স্রেফ বন্ধু মনে করে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী। ‘গহীন বালুচর’ টিজার, গান ও ব্যতিক্রমী প্রচারণায় আলোচনায় রয়েছে সরকারী অনুদানে নির্মিত আর একটি ছবি ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম ছবিটি গত ২০ অক্টোবর মুক্তি পাবার কথা ছিল। তবে অক্টোবরে একাধিক বড় বাজেট ও তারকা বহুল সিনেমা মুক্তি পাওয়ায় তারিখ পেছানোর এ সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতা। তবে বছর শেষে আগামী ২৯ ডিসেম্বর ছবিটি সারা দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’-এর মূল তিনটি চরিত্র আছেন এক তরুণ ও দুই তরুণী। তারা হলেন- নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুন। তাদের মধ্যে বড়পর্দায় অভিষেক হচ্ছে নীলা ও তানভিরের। গত ৯ জুলাই কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রানা খান। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। অনেকদিন পর এক মাসেই একাধিক বড় বাজেটের ছবি মুক্তিকে বর্তমান সময়ে চলচ্চিত্রের জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকেই। তাই বিজয়ের মাসটি হালদা দিয়ে শুরু হয়ে গহীন বালুচর সিনেমাটি দিয়ে শেষ হবে পুরো ডিসেম্বর।
×