ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:২৪, ১৬ নভেম্বর ২০১৭

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। বিরাট কোহলির দল কার্যত উড়ছে। দেশ কিংবা বিদেশে, একের পর এক প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে টিম-ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্ধর্ষ স্বাগতিকরা। অন্যদিকে নিজেদের হারিয়ে খোঁজা লঙ্কানরা আছে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। সেই ১৯৮২ থেকে ভারতের মাটিতে সিরিজ তো দূরের কথা, একটি টেস্টও জেতেনি তারা! এবার করুণ সেই ইতিহাসটাই বদলাতে চান দিনেশ চান্দিমাল। ক্যারিয়ার সয়াহ্নে একই স্বপ্ন রঙ্গনা হেরাথের চোখে। অভিজ্ঞ এই স্পিনারের ওপরই অতিথিদের ভাগ্য অনেকটা নির্ভর করবে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন এ্যাঞ্জেলো ম্যাথুস। যদিও বোলিং নয়, সাবেক অধিনায়ককে কেবল ব্যাট হাতে দেখা যাবে। চিরায়ত স্পিনিং, না ঘাসে ঘেরা অসম বাউন্সÑ ইডেনের পিচ নিয়েও চলছে রহস্য। কন্ডিশন যেমনই হোক, যথারীতি আগ্রাসী ক্রিকেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে প্রস্তুত কোহলিবাহিনী। ধারণা করা হচ্ছিল টানা ক্রিকেটের ধকল সামলাতে এই সিরিজে বিশ্রামে থাকবেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক নয়, অলরাউন্ডার হারদিক পা-িয়া ছাড়া পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। ফিরেছেন সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাও। ‘আমাদের লক্ষ্য আগ্রাসী ক্রিকেট, গত কয়েক বছর ধরে আমরা যেটা খেলে আসছি। মাঝে রঙিন পোশাকের একাধিক সিরিজে অশ্বিন-জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবার নিজেদের প্রমাণ করেছে। এটা ভারতের জন্য ইতিবাচক। শ্রীলঙ্কা এখানে আসার আগে পাকিস্তানকে হারিয়েছে (আমিরাতে)। সুতরাং প্রতিপক্ষকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলেই আমরা এগিয়ে যেতে চাই। সিরিজের প্রথম ম্যাচ সময় বাড়তি গুরুত্ব বহন করে।’ বলেন ভারত অধিনায়ক কোহলি। প্রধান কোচ রবিশাস্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। আর সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তো প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছেন না! ইডেনের পিচ দেখে শেষ মুহূর্তে একাদশ সাজাবেন ভারতীয় থিঙ্কট্যাঙ্করা। সবচেয়ে বড় কথা পরীক্ষা-নিরীক্ষা। ধারবাহিক সাফল্যের মধ্যে থাকা স্বাগতিকরা স্রোতের বিপরীতে পেস-সহায়ক পিচ বানিয়ে একটা পরীক্ষা করতেই পারে। কারণ সাদা পোশাকে তাদের হাতে আছে মোহাম্মদ শামি-ইশান্ত শর্মা, উমেষ যাদবের মতো তুখোড় সব পেসার। সম্প্রতি সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডবধে ‘ফ্যাক্টর’ ছিলেন কুলদীপ যাদব। কলকাতায় শুরুর ম্যাচে আজ এই চায়নাম্যান স্পিনারকে একাদশে রাখলে অশ্বিন-জাদেজার একজনকে সাইডলাইনে বসে থাকতে হবে। ব্যাটিংয়ে তিন ওপেনার মুরালি বিজয়ের পার্টনার হিসেবে হয়তো শিখর ধাওয়ানই প্রথম পছন্দ। তবে ইডেনে রোহিত শর্মার ইতিহাস দুর্দান্ত। এখানেই ওয়ানডেতে এই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। তারকা খচিত স্বাগতিক একাদশে কাকে রাখি, আর কাকে বাদ দেই অবস্থা! সফরকারী টেস্ট অধিনায়ক চান্দিমাল বলেন, ‘ভারতের মাটিতে আমরা কখনও টেস্ট ম্যাচ জিততে পারিনি। সুতরাং ইতিহাস বদলে দিয়ে এবার সেই স্বপ্ন পূরণ করতে চাই।’ তবে বাস্তবতাটাও বুঝতে পারছেন তিনি, ‘আমরা জানি এই মুহূর্তে ভারত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল এবং দেখেছি গত দুই বছর যাবত তারা খুবই ভাল ক্রিকেট খেলছে। সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’ টানা ব্যর্থতার মাঝে সম্প্রতি আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় লঙ্কানদের প্রেরণা। ওই সিরিজে নেতৃত্ব দেয়া চান্দিমাল সেটাই বলেছেন, ‘প্রকৃত অর্থেই পাকিস্তানের বিপক্ষে আমরা ভাল করেছি এবং সিরিজটা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারব।’ অভিজ্ঞ হেরাথের চোখে স্বপ্ন, ‘ভারতের মাটিতে সিরিজ জয় আমার একটা স্বপ্ন। যেহেতু আমরা কখনও এখানে জিততে পারিনি, তাই একটা টেস্ট সিরিজ জিততে পাললে তা হবে অসাধারণ কিছু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’ ১৯৮২ থেকে সর্বোপরি মুখোমুখি ৪১ টেস্টের ১৯টিতে জয় ভারতের, শ্রীলঙ্কা ৭। ড্র হয় ১৫টি ম্যাচ। গত জুলাই-আগস্টে নিজেদের মাটিতে ভারতের কাছে তিন টেস্টে ‘হোয়াইটওয়াশ’ হয় লঙ্কানরা! আর ২০০৯ সালে শেষ ভারত সফরে প্রথম টেস্ট ড্র করলেও পরের দুটিতে হেরেছিল কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। সেই দলের কেবল হেরাথ আর ম্যাথুসই আছেন এই সফরে। সুতরাং অতিথিদের ভাগ্য অনেকটাই নির্ভর করবে অভিজ্ঞ দুই লঙ্কানের ওপর।
×