ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বহুভাষিক শিক্ষা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০২:৪০, ১৫ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে বহুভাষিক শিক্ষা বিষয়ক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা (এমএলই) বিষয়ক আঞ্চলিক এক সেমিনার বুধবার ঠাকুরগাঁও ইএসডিও চেতনা বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। ইএসডিও’র পরিচালক প্রশাসন সেলিমা আখতারের সভাপতিত্বে সেমিনারে ইএসডিও’র এপিসি শামিম হোসেনের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ, এম শাহজাহান সিদ্দক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী ও স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। সেমিনারে বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানী এবং প্রবন্ধের উপড় আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষা বিদ প্রফেসর মনোতোষ কুমার দে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষা বিদ সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, জালাল উদ্ দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ কুমার চ্যাটার্জী, তরিকুল ইসলাম, গণ সাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার মির্জা দেলোয়ার ইসলাম প্রমুখ। এ সময় বক্তাগন মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার বিষয়ে নানা তাৎপর্যপূর্ণ মতামত ও সুপারিশ পেশ করেন। সুপারিশের মাঝে ছিল, আদিবাসী শিশু শিক্ষার্থীদের সঠিক চিত্র পাওয়ার জন্য সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আদিবাসী সম্প্রদায় ভিত্তিক শ্রেণীবিন্যাস পূর্বক তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ করা, আদিবাসী সমাজকে সম্পৃক্ত করে যে ভাষার লিপি নেই তা দ্রুত নির্ধারণ করে নেয়াসহ অন্যান্য বেশকিছু সুপারিশ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথ ভাবে এ সেমিনারের আয়োজন করে।
×