ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইল সদর হাসপাতালে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০১:২৪, ১৫ নভেম্বর ২০১৭

নড়াইল সদর হাসপাতালে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদা, নড়াইল ॥ নড়াইল সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যাস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নত করার দাবিতে এবং ডাক্তারদের অনিয়ম এর বিরুদ্ধে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নড়াইল সচেতন নাগরিক সমাজের আয়োজনে সদর হাসপাতালের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নারী নেত্রী বেগম রাবেয়া ইউসুফ, আঞ্জুমান আরা বেগম, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইল সদর হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও অব্যাস্থাপনার মধ্য দিয়ে চলছে। এখানে চিকিৎসা সেবার মান ভালো নয়। দেড় মাস ধরে এনেসথেশিয়া (অজ্ঞান) চিকিৎসকের অভাবে হাসপাতালে সিজারসহ বড় বড় অপারেশন হচ্ছে না। আউটডোরে বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের দৌরাত্ম বেড়ে গেছে। এ ক্ষেত্রে কোনো চিকিৎসকও জড়িত। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। রোগীরা ঠিকমতো ওষুধ ও পরীক্ষ-নিরীক্ষা সেবা পাচ্ছেন না। এছাড়া কোনো কোনো চিকিৎসক ঠিকমতো ডিউটি পালন করেন না। কয়েক নার্স রোগীদের সাথে দুর্ব্যবহার করে থাকে। সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেক রোগী ভর্তি না করে অন্যত্র রেফার্ড করা হয়। বক্তরা হাসপাতালের এসব অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
×