ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনুর ৮০-২০ পয়সার কনসেপ্টে বিশ্বাসী নই ॥ দিলীপ বড়ুয়া

প্রকাশিত: ২৩:১৭, ১৫ নভেম্বর ২০১৭

ইনুর ৮০-২০ পয়সার কনসেপ্টে বিশ্বাসী নই ॥  দিলীপ বড়ুয়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা, ২০ পয়সার’ বক্তব্যের সঙ্গে বিশ্বাসী নই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর সড়ক ও জনপদ বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ১৪ দল একটা অভিন্ন স্বত্ত্বা। ২৩ দফার ভিত্তিতে এই স্বত্ত্বটি হচ্ছে, অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ও জঙ্গীবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী স্বত্ত্ব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার কোনো প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সাম্যবাদী দল বিপ্লবে বিশ্বসী। আমরা তো গণতান্ত্রিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নই। আমাদের চাওয়া অনেক বেশি। কাজেই সব ব্যাপারে আমরা সন্তুষ্টু নই। আপাতত রাজনৈতিক প্রেক্ষাপটে সন্তুষ্ট রয়েছি। বাস্তবতা বিবেচনা করে আগামী নির্বাচনে সাম্যবাদী দল ৪টি আসন চাইবে বলে জানান এই নেতা। তিনি আরো বলেন, আমাদের মনে হয়, আগামী নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচন ব্যতীত ক্ষমতা হস্তান্তরের অন্য কোন পন্থা দেশে নেই। যদি দুর্ঘটনাবশত অন্য কোন পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়, তা কোন রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না। দেশের বর্তমান রাজনীতিতে জামায়াত-বিএনপি একই পুলে অবস্থা করছে। জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত উল্লেখ করে দীলিপ বড়–য়া বলেন, এই বিএনপি দিয়ে দেশ ও জনগণের কল্যাণ সম্ভব না। অর্থনেতিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান, কমরেড বিরেন সাহা, কমরেড ওমর ফারুক, কমরেদ সিদ্দিক, কমরেড মাসুদ রানা, সামশুজ্জামান ডালিম ও ন্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
×