ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্বারকলিপি পেশ

প্রকাশিত: ২০:২২, ১৫ নভেম্বর ২০১৭

ঝালকাঠিতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্বারকলিপি পেশ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ রংপুরে ঠাকুর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ এর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে পূজা উদযাপন পরিষদ এর সভাপতি তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, হিন্দু, বৌদ্দ, খিষ্টান, ঐক্য পরিষদের সভাপতি দুলাল সাহা, ধর্মীয় নেতা এ্যাড তপন সরকার, এ্যাড মানিক আচার্য্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী দিলীপ হালদার বক্তব্য রাখেন। জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্দ, খিষ্টান, ঐক্য পরিষদ এর আয়োজন করেছে। মানববন্ধন কর্মসূচী শেষে ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: জাকির হোসেনের কাছে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
×