ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত

প্রকাশিত: ১৮:১৫, ১৫ নভেম্বর ২০১৭

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর কাতলার খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ বন্ধুকযুদ্ধ শুরু হয় সকাল ৭টায়। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহতরা হলো, আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সক্রিয় সদস্য সিরিয়াল কিলার রুহুল আমিন। র্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব ও উপ-অধিনায়ক মেজর সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৬ অক্টোবর শরণখোলা রেঞ্জের শৈলা খালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মোক্তার মোল্লা নিহত হয়। তখন ঘটনাস্থল থেকে ২১ টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ বিভিন্ন ধরনের উপকরন উদ্ধার করে র্যাব।
×