ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরের তাণ্ডবে জড়িতদের আইনের কাছে সোপর্দ করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ নভেম্বর ২০১৭

রংপুরের তাণ্ডবে জড়িতদের আইনের কাছে সোপর্দ করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৪ নবেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরের তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বলেন, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে জাতি গোষ্ঠী সমানভাবে সহযোগিতা পাচ্ছে। তার পরেও কেউ এসে উস্কানি দেবে, কেউ এসে কারও উপর অত্যাচার করবে আমাদের সরকার তা সহ্য করবে না। আমরা কোনভাবেই তা এলাউ করব না। এর আগে যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিয়েছি। ঠাকুরপাড়া গ্রামে যারাই তা-ব চালিয়েছে তাদের খুঁজে বের করে গ্রেফতার করে আইনে কাছে সোপর্দ করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে তা-বের ঘটনা সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে রামুতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একই কায়দায় তাণ্ডব চালানো হয়েছে। ফেসবুকের স্ট্যাটাস দেয়া নিয়ে যে ঘটনা এখানে ঘটানো হয়েছে সেই ফেসবুকে স্ট্যাটাস দেয়া টিটু রায়কে মঙ্গলবার নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ফেসবুক আইডটি টিটু রায়ের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ফেসবুকের স্ট্যাটাস নিয়ে ঠাকুরপাড়া গ্রামে বাড়ি ঘরে আগুন দিয়ে মালামাল লুটসহ যে তা-ব চালানো হয়েছে তা কোনভাবেই মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এসব বিষয়ে নজর রাখছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে বলেন, আপনাদের পাশে আওয়ামী লীগ সবসময় আছে, থাকবে, বাংলাদেশ পুলিশ ও জনতা পাশে আছে। এজন্য ভয় না পেয়ে ঘুরে দাঁড়ার আহ্বান জানান তিনি। এদিকে, ঠাকুরপাড়া গ্রামে তা-বের ঘটনার মামলার প্রধান আসামি গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম ও তার ছেলে তারেক আব্দুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস আলী জানান, ঘটনার সঙ্গে আরও কয়েকজন ইন্ধনদাতা ও আসামি আছে তাদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে। অন্যদিকে রংপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম জানান, তা-বের ঘটনায় মঙ্গলবার আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১৩২ জনে।
×