ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎপাদনমুখী শিল্পে রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ

প্রকাশিত: ০৪:২০, ১৪ নভেম্বর ২০১৭

উৎপাদনমুখী শিল্পে রফতানি আয়  বেড়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় আয় কমেছে দশমিক ৭৪ শতাংশ। রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ মাসিক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। ইপিবির প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রফতানি খাত থেকে দেশের আয় হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৫৮ লাখ ডলার। গত অর্থবছরের (২০১৬-১৭) একই সময়ে আয় ছিল ১ হাজার ৭৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার। এ হিসাবে আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। এ সময়ে মোট রফতানি আয়ের লক্ষ্য ছিল ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৭৪ শতাংশ কম আয় হয়েছে। প্রাথমিক ও উৎপাদনমুখী শিল্প এ দুই ভাগে রফতানি আয়ের মোট পরিমাণ প্রকাশ করে ইপিবি। চার মাসের তথ্যে দেখা যায়, উৎপাদনমুখী শিল্পে রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ। আর প্রাথমিক পণ্যে রফতানি আয় বেড়েছে ১৭ দশমিক ৬৩ শতাংশ। প্রাথমিক খাতের পণ্যগুলোর মধ্যে রয়েছে— হিমায়িত খাদ্য ও মাছ এবং কৃষি। চলতি অর্থবছরের প্রথম চার মাসে হিমায়িত খাদ্য ও মাছ রফতানিতে আয় বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ; আয়ের পরিমাণ ২২ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ১৯ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। এদিকে চার মাসে কৃষিপণ্য রফতানি থেকে আয় বেড়েছে ২০ দশমিক ২২ শতাংশ।
×