ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বয়লার মেরামতের সময় দগ্ধ ২, আহত ৮

প্রকাশিত: ০৩:১৪, ১৪ নভেম্বর ২০১৭

সিদ্ধিরগঞ্জে বয়লার মেরামতের সময় দগ্ধ ২, আহত ৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পিএম নীট গার্মেন্টেসে বয়লার মেরামত করার সময় পাইপ খুলে গরম হওয়ায় ২ শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় বিকট শব্দে আরও ৮ শ্রমিক তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে। তাপস নামে দগ্ধ এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দগ্ধ শ্রমিক দেলোয়ারকে নারায়ণগঞ্জের খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নামতে গিয়ে আহত শ্রমিক বাপ্পী, শেফালী, মিনতি দাস, রুমা, নুরুন্নাহার ও আসমাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। পুলিশ ও শ্রমিকরা জানায়, গোদনাইলে অবস্থিত পিএম নীট গার্মেন্টসের বয়লার মেরামতের কাজ করছি কয়েকজন শ্রমিক। এ সময় আকস্মিকভাবে বয়লারের পাইপ খুলে গেলে বিকট শব্দে গরম হওয়ার বের হতে থাকে। এতে শ্রমিক তাপস ও দেলোয়ার দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত তাসপকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিকট শব্দে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও ৮ শ্রমিক আহত হয়েছে। এদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, পিএম নীট গার্মেন্টেসের বয়লার মেরামতের কাজ চলছিল। এ সময় আকস্মিকভাবে বয়লারের পাইপ লাগানোর সময় তা বিকট শব্দে গরম হাওয়া বের হতে থাকে। এতে ২ শ্রমিক দগ্ধ হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকট শব্দে পেয়ে কিছু শ্রমিক নামতে গিয়ে সামান্য আহত হয়েছে। তবে বয়লারটি বিস্ফোরিত হয়নি।
×