ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ৩ দিনব্যাপী আয়কর ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: ০৩:০০, ১৪ নভেম্বর ২০১৭

ঢাবিতে ৩ দিনব্যাপী আয়কর ক্যাম্প উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বারের মত শুরু হয়েছে আয়কর ক্যাম্প। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদে তিন দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্প উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে আয়কর ক্যাম্প পরিদর্শন করেন এবং তাঁর নিজের আয়কর রিটার্ন দাখিল করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কর অঞ্চল-১১ এর কর কমিশনার হুমায়রা সাঈদা প্রমুখ।ঢাবি শিক্ষক সমিতির উদ্যোগে কর অঞ্চল-১১ এই ক্যাম্পের আয়োজন করছে। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমান সরকার নাগরিকদের জন্য একটি কর বান্ধব পরিবেশ তৈরি করতে চায় এবং সেজন্যই কর অঞ্চলের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন। এতে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে কর দাতাদের পারস্পরিক যোগাযোগ স্থাপন হয়। কর গ্রহীতা কর দাতাদের কাছে আসবেন এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আজকের বাংলাদেশ যে ধরনের বড় বড় উদ্যোগ ও কাজ করছে তার অন্যতম ভিত্তি হলো রাজস্ব বোর্ডের কর বিভাগ।
×