ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

প্রকাশিত: ০১:৫৩, ১৪ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

অনলাইন রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব কলাতলীর আমেরিকান সিটির বালুর মাঠে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান। হেলিকপ্টারের পাইলট মিজানুর রহমান ভুঁইয়া (৪৮), কো-পাইলট জিয়াউর রহমান (৩৯) ও প্রকৌশলী ফারুক আহম্মেদকে (৫০) আহত অবস্থায় ঢাকার এ্যাপোলা হাসপাতালে পাঠানো হয়েছে। হেলিকপ্টারটির মালিক প্রতিষ্ঠান পারটেক্সে এভিয়েশনের প্রধান প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, আমাদের হেলিকপ্টারটির নষ্ট ছিল। মেরামতের পর শাহ্জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে পরীক্ষামূলক উড্ডয়ন করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পূর্ব কলাতলীতে জরুরি অবতরণ করে। এ সময় আহত আমাদের তিন সহকর্মীকে এ্যাপোলা হাসপাতালে নেওয়া হয়। বুধবার হেলিকপ্টারটি ট্রাকযোগে শাহ্জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। ওসি ইসমাইল বলেন, হেলিকপ্টারটি বালুর মধ্যে পড়ে আছে। পাইলটসহ তিনজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, আমাদের ধারণা, হেলিকপ্টারটি জরুরি অবতরণকালে ৮/১০ ফুট উচ্চতা থেকে আচড়ে পড়লে পাইলটসহ ৩ জন আহত হয়েছে। হেলিকপ্টারটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
×