ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে মাছ শিকারে সহায়তা কারায় বরখাস্ত ৪

প্রকাশিত: ০১:৪৫, ১৪ নভেম্বর ২০১৭

সুন্দরবনে মাছ শিকারে সহায়তা কারায় বরখাস্ত ৪

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের নিষিদ্ধ নদী-খালে অর্থের বিনিময়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে স্টেশন কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মাহমুদল হাসান বিষয়টি জানান। এরা হলেন- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নুরুজ্জামান, বন প্রহরী কাউয়ুম শেখ (এফজি), নৌকা চালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব। মাহমুদল হাসান বলেন, ১ নবেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মাছ শিকারে নিষিদ্ধ আন্ধারিয়া খালে পাঁচটি জেলে নৌকা প্রবেশ করে মাছ শিকার করছিল। এসময় বনবিভাগের কর্মীরা দুটি নৌকাকে আটক করে। পরে তাদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদী জামানকে ঘটনাটি তদন্ত করতে তিনি নির্দেশ দেন। তদন্ত শেষে চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ চারজনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন মেহেদী জামান। এ পরিপ্রেক্ষিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের কর্মস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
×