ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নানকে গ্রেফতার করায় ক্ষিপ্ত হন বাবর

প্রকাশিত: ০১:৩৬, ১৪ নভেম্বর ২০১৭

মুফতি হান্নানকে গ্রেফতার করায় ক্ষিপ্ত হন বাবর

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি জঙ্গি নেতা মুফতি হান্নানকে গ্রেফতার করায় র্যাবের তৎকালীন ডিজির (মহাপরিচালক) উপর ক্ষিপ্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে না জানিয়ে কেন হান্নাকে গ্রেফতার করা হলো সে বিষয় তিনি তার (ডিজি) কাছে জানতে চান। মঙ্গলবার ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এসব তথ্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজানুর রহমান। তাকে সহযোগিতা করেন আইনজীবী একরামুদ্দিন। যুক্তি উপস্থাপনে তিনি বলেন, মামলায় সাক্ষীদের জবানবন্দি থেকে জানা যায়, মামলার আসামি জঙ্গি নেতা মুফতি হান্নানকে গ্রেফতারের পর র্যাবের ডিজি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জানান। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর্যাবের ডিজির উপর ক্ষিপ্ত হন।এ দিন রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আগামী কাল (বুধবার) পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। উল্লেখ্য , অন্য মামলায় মুফতি হান্নানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেয়া হয়।
×