ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অক্টোবরে মূল্যস্ফীতি ৬.০৪ শতাংশ

প্রকাশিত: ০১:৩৪, ১৪ নভেম্বর ২০১৭

অক্টোবরে মূল্যস্ফীতি ৬.০৪ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ শেষ রাতে একটু শীত শীত লাগে। পায়ের কাছে রাখা কাঁথাটা শরীরে জড়িয়ে নিতে হয় বৈকি। তবে বাস্তবতা হলো মধ্য নবেম্বরেও শীতের আমেজ আসেনি রাজধানীতে। প্রকৃতির মতো আচরণ মূল্যস্ফীতির। ওতেও লাগেনি শীতের ছোঁয়া! অর্থবছরের শুরু থেকে মূল্যষ্ফীতির ‘গরম’ বেড়েছে ধারাবাহিকভাবে। গত এক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে সেপ্টেম্বরে, ৬ দশমিক ১২ শতাংশ। আর সর্বশেষ অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ আগের মাসের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতির ‘গরম’ কিছুটা কমেছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রীর আশা, শীত পড়তে শুরু করলে মূল্যস্ফীতির প্রবণতা আরও নিম্নমুখী হবে। শীতের ফসল ঘরে তোলা শেষ হলে এবং সবজি বাজারে আসলে মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। মন্ত্রী জানান, অর্থবছররের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৭ শতাংশ। আগস্ট মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাড়ায় ৫ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি হয় ৬ দশমিক ১২ শতাংশ। মন্ত্রী বলেন, প্রলম্বিত বর্ষার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। বৃষ্টি, বন্যা অ্যাক্ট অব গড। তাই ওই সময়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। প্রাকৃতিক দুর্যোগে চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় না করতে পারায় মূল্যস্ফীতি বেড়ে যায়। তবে আমাদের ভয় ছিল মূল্যস্ফীতি আরও অনেক বেশি বাড়বে। বর্তমানে সরবরাহ চেইন স্বাভাবিক হয়ে আসছে। তাই আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে। আশা করছি অর্থবছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।
×