ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সওজের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:৩০, ১৪ নভেম্বর ২০১৭

সওজের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সড়ক ও জনপদের (সওজ) প্রায় সাড়ে ৭ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর চাকুরী নিয়মিত করার দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এতে বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ওয়ার্কচার্জড কর্মচারীরা ৬০ বছর পর্যন্ত চাকুরী করলেও শূণ্য হাতে অবসরে যেতে হচ্ছে। আবার অনেকে লাগাতার ২৮ বছর চাকুরী করে মৃত্যুবরণ করলেও সে কর্মচারীর পরিবার কোন ধরণের টাকা বা ভাতা পাননা। যার কারণে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সহায়-সম্বলহীন হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। বক্তারা বলেন, ৩য় ও ৪র্থ কর্মচারীদের রাজস্ব খাতভূক্ত মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৭ হাজার ৮৩৬টির মধ্যে সাত হাজার টি পদই দীর্ঘদীন ধরে শূণ্য। এই শূণ্যপদে ওয়ার্কচার্জড ও মাস্টার রোলভূক্ত কর্মচারীদের নিয়োগ দিয়ে চাকুরি নিয়মিত করা হচ্ছেনা। অথচ সওজ অধিদপ্তরের বর্তমানে চলমান ২২ হাজার কি.মি সড়ক নির্মাণ, রক্ষাণাবেক্ষণ, ফেরি পরিচালনা, সহ¯্রাধিক গাড়ী চলাচল, মেরামত ও রক্ষাণাবেক্ষণ এই অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড কর্মচারীরাই করে থাকেন। বক্তারা আক্ষেপ করে বলেন, এসব কর্মচারীদের অসহায়ত্বের হাত থেকে রক্ষার জন্য যোগাযোগমন্ত্রী, সচিব একাধিকবার কার্যকর ভূমিকা রাখার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হচ্ছেনা। সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া দুলালের সভাপতিত্বে কামাল উদ্দিন খন্দকারের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুল আমিন, আবু তাহের, বেলায়েত হোসেন, মো. শাহ আলম, সেকেন্দার আলী, সাইফুল ইসলাম প্রমুখ। মাবববন্ধন শেষ করে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি আদায় নিয়ে যোগাযোগ সচিব বরাবর স্বারক লিপি পেশ করেন।
×