ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরের-হায়দরগঞ্জ সড়কের জন্য জনদুর্ভোগ

প্রকাশিত: ০১:২৩, ১৪ নভেম্বর ২০১৭

রায়পুরের-হায়দরগঞ্জ সড়কের জন্য জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, রায়পুর. লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর-হায়দরগঞ্জ ১২ কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলছে তো চলছেই। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে তিনমাস অতিবাহিত হতে চলেছে। এ কারণে কেউ বলতে পারছেন না কাজ কবে শেষ হবে। এদিকে উপজেলার সবচেয়ে ব্যস্ততম এ সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে দুর্ভোগ পোহাচ্ছেন ওই রাস্তায় চলাচলরত যাত্রী, যানবাহন চালক ও এলাকাবাসী। সংস্কার করতে গিয়ে রাস্তার কার্পেটিং উল্টিয়ে ফেলায় রাস্তার ফুটপাত দিয়ে পথচারীদের চলতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। খানাখন্দে ভরা সড়কে যান চলাচলের যন্ত্রনার চেয়ে আতংকে থাকা যাত্রীরা প্রাণভয়ে কাঁপতে থাকেন ছিনতাইকারিদের উপদ্রবে। যথা সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। আর এ অবস্থার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী করছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রিকঢিল্ড থেকে জনকল্যার হাইস্কুল পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তার কাজ সবচেয়ে ধীরগতিতে এগোচ্ছে। কোন কোন স্থানে খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েঠে। রাস্তার ফুটপাত দিয়ে যান চলাচল করছে। মনে হচ্ছিল, এই বুঝি উল্টে যাচ্ছে। ব্রিকঢিল্ড থেকে জনকল্যার হাইস্কুল পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তারধারে কাছেও কোন শ্রমিককে চোখে পড়ল না। নাম প্রকাশে অনিচ্ছুক এ একজন সাব কন্টাক্টর বলেন, এখন ইট পাওয়া যাচ্ছে না তাই কাজ বন্ধ রয়েছে। যথাসময়ে কাজ সমাপ্ত হবে কিনা, তা আমাদের বসরাই (ঊর্ধ্বতন কর্মকর্তা) বলতে পারবেন।’ কয়েকজন চালক জানান, অন্য স্থান থেকে ট্রাকে করে মাটি এনে সড়কের পাশে ফেলার নির্দেশনা রয়েছে। কিন্তু ঠিকাদার তার পরিবর্তে অনিয়ম করে সড়কের পাশের মাটি কেটে গর্ত করে সড়কেই লাগাচ্ছে। এ অনিয়ম করে সড়কের কাজ করা হলে কয়েকদিনের মধ্যেই সড়ক ভেঙ্গে যাবে। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেন, ‘দীর্ঘ ৬ মাস ধীর গতিতে সংস্কারের কাজ করায় পরিবহন যাতায়াত ও চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজ বন্ধ হয়ে গেয়ে তাও প্রায় ৬ মাস পেরিয়েছে। করে সড়কের কাজ শেষ হবে কোথায় সদুত্তর পাওয়া যাচ্ছে না।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়পুর অফিস সূত্রে জানাযায় , ২০১৬-১৭ অর্থ বছরের শুরুতে রায়পুর-হায়দরগঞ্জ ১২ কি.মি সড়কটি মেরামতের জন্য আরটিআইপি-২ প্রকল্পের আওতায় এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয় থেকে দরপত্র আহবান করা হয়। ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৮৯ টাকায় মোঃ ফরহাদ হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাছান রূপালী জেবি কাজটি পায়। গত বছরের ১ সেপ্টেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি। এ কাজটি চলতি বছরের ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজও করেনি। এভাবে কাজ চললে নির্ধারিত তারিখে কোন ভাবেই কাজ শেষ হওয়ার কথা নয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাছান রূপালী জেবি মালিক ফরহাদ হোসেনের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা এলজিইডি প্রকৌশলি আক্তার হোসেন ভুঁইয়া বলেন, ওই সড়কের ১২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। কার্যাদেশ অনুযায়ী দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে অন্য স্থান থেকে ট্রাকে করে মাটি এনে ওই স্থানে ফেলার নির্দেশনা রয়েছে। তার পরিবর্তে সড়কের পাশের মাটি কেটে সড়কে লাগানো যাবেনা। এ অনিয়ম করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×