ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১২০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০০:৪৪, ১৪ নভেম্বর ২০১৭

ব্লক মার্কেটে ১২০ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে ব্লক মার্কেটে ১৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ১২০ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজার ২০৫টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বেশি লেনদেন হয়েছে শাহজালালা ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ৮৮ কোটি ৪৭ লাখ ২৪ হাজার টাকার ২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এসিআইয়ের। কোম্পানিটির ১২ কোটি ৪০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির ২ লাখ ৪৮ হাজার ৬৪৬টি শেয়ার ২ বার হাত বদল হয় এবং সিটি ব্যাংকের ৫ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হলে কোম্পাটি ব্লক মার্টেকে তৃতীয় স্থানে উঠে আসে। কোম্পানিটির ১০ লাখ শেয়ার ১ বার হাত বদল হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্যাটবিসির ১৫ লাখ ৬৭ হাজার টাকার, সিএমসি কামালের ৬ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৩৬ লাখ ২১ হাজার টাকার, আইএলএফএসএলের ৬৭ লাখ ৮০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার টাকার, এমজেএলের ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবের ৬ লাখ ১২ হাজার টাকার, অলিম্পিকের ৫ কোটি ৪৭ লাখ টাকার, সিঙ্গার বিডির ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৪০ লাখ ৬০ হাজার টাকার এবং জাহিন স্পিনিংয়ের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×