ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জনকণ্ঠ

প্রকাশিত: ২৩:২৫, ১৪ নভেম্বর ২০১৭

চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জনকণ্ঠ

জাহিদুল আলম জয় ॥ ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টে দারুণ ছন্দে এগিয়ে চলেছে দৈনিক জনকন্ঠ। টানা দ্বিতীয় জয় পেয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দেশের শীর্ষ সারির দৈনিক। এবার টিম জনকন্ঠের কাছে ধরাশায়ী হয়েছে চ্যানেল আই। আজ মঙ্গলবার পল্টনে বাংলাদেশ ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রি-কোয়ার্টার (শেষ ষোলো) ফাইনালে চ্যানেল আইকে ২৫-২১ পয়েন্টে পরাজিত করে জনকন্ঠ। পুরো ম্যাচে জনকণ্ঠের খেলোয়াড়েরা ছন্দময় পারফরমেন্স উপহার দেন দর্শকদের। তবে সবাইকে ছাড়িয়ে যান নিখিল মানখিন। অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূণ অবদান রাখেন এই সিনিয়র রিপোর্টার। স্বীকৃতি হিসেবে খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারও বগলদাবা করেন নিখিল। ম্যাচে জনকন্ঠের হয়ে আরও খেলেন রুমেল খান, শাহিন রহমান, জাহিদুল আলম জয়, আরাফাত মুন্না, রহিম শেখ ও ওয়াজেদ হীরা। আগামীকাল বুধবার জনকন্ঠের সামনে সেমিফাইনালে ওঠার হাতছানি। কোয়ার্টার ফাইনালে বিডি নিউজকে হারাতে পারলেই আসরের সেরা চারে নাম লেখাবে জনকন্ঠ। জনকণ্ঠ ও বিডি নিউজ ছাড়াও আসরের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে জাগো নিউজ, বাংলাদেশের খবর, জিটিভি, বাংলা নিউজ, নয়া দিগন্ত ও রেডিও টুডে। আসরের অন্যান্য কোয়ার্টারে মুখোমুখি হবে জাগো নিউজ-রেডিও টুডে, বাংলাদেশের খবর-নয়া দিগন্ত ও জিটিভি-বাংলানিউজ ২৪.কম। শেষ ষোলোর অন্যান্য ম্যাচে বাংলাদেশের খবর ২৫-১০ পয়েন্টে নিউ এইজকে, জিটিভি ২৫-১৪ পয়েন্টে ডেইলি সানকে, বাংলা নিউজ ২৪ ডটকম ২৫-১৪ পয়েন্টে ভোরের কাগজকে, নয়া দিগন্ত ২৫-২১ পয়েন্টে আরটিভিকে, বিডি নিউজ ২৫-৪ পয়েন্টে বাংলাভিশনকে, জাগো নিউজ এটিএন নিউজকে ও রেডিও টুডে ২৬-২৪ পয়েন্টে হারিয়েছে যুগান্তরকে।
×