ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:২১, ১৪ নভেম্বর ২০১৭

ভোলায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে প্রদানসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মারন লিপি প্রদান করেছে ভোলা সড়ক ও জনপথ বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ভোলার সওজ এর সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বাংলাদেশে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ভোলা জেলার সভাপতি আ. খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক, মো. আমিনুল্লাহ, সাধারণ সম্পাদক মো. জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সুশিল কুমার মিস্ত্রী প্রমূখ। এসময় বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, জনপ্রশাসন মন্ত্রালয়ের বাচাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুণ্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে পূর্বের ন্যায় কনভার্টেড রেগুলারের আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন জারী ও সড়ক বিভাগে কর্মরত কর্মচারীদের হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে দায়েরকৃত মামলার রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওয়ার্কচার্জড কর্মচারীদের পাশাপাশি মাস্টাররোল কর্মচারীদের নিয়মিত করণ ও জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী একই হারে দৈনিক মজুরী প্রদান করা, সকল কর্মাচারীকে সথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করাতে হবে। এছড়াও সাংগঠনিক কাঠামো অনুমোদন ব্যাতিরেকে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ কার্যক্রম গ্রহন করা যাবে না এবং কর্মচারীদের চাকুরীর সময় সীমা ৬২ বছরে উন্নিত করনসহ যে সকল কর্মচারীরা বিনা পেনশনে মারা গেছে তাদেরকে বিভাগীয়ভাবে যথোউপযুক্তভাবে অনুদানের ব্যবস্থা করার জন্য আহবান জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন বরাবরে তাদের স্মারক লিপি প্রদান করেন।
×