ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে যমজ তিন বোনের জেএসসি পরীক্ষায় অংশগ্রহন

প্রকাশিত: ২১:২১, ১৪ নভেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে  যমজ তিন বোনের জেএসসি পরীক্ষায় অংশগ্রহন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যমজ তিন বোন জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা উপজেলার মালগাঁও গ্রামের বাসিন্দা ও মালগাঁও নিম্নধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমেদুল কবীর মানিকের কন্যা। তিন কন্যার বাবা আহমেদুল কবীর মানিক জানান, সুমাইয়া আফরিন, মাহাবুবা মুস্তারি ও মাসুমা জেরিন নামে তার তিন কন্যার জন্ম একই সঙ্গে এবং তারা একই ক্লাসে লেখাপড়া করে। তারা এবার মালগাঁও নি¤œমাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের বাবা মানিক আরো জানান, তার তিন মেয়ে লেখাপড়ায় বেশ মনযোগী। একই সাথে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় হতে সুনামের সঙ্গে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার তিন কন্যা জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ মঙ্গলবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী যমজ ওই তিন বোন ও তাদের বাবার সাথে কথা হয়। তারা জানায়, ছোট বেলা থেকে তিন বোনের লেখাপড়ার প্রতি বাবা সুদৃষ্টি রেখেছিলেন বলে তারা পিএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। বাবার অনুপস্থিতির সময় মা তাদের লেখাপড়াসহ অন্যান্য বিষয়ে নজর রাখেন। মেয়েদের ভাল ফলাফলে মা-বাবাসহ এলাকার সবাই বেশ খুশি। তিন বোন এক সঙ্গে পরীক্ষা দেয়ায় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের মাঝে বেশ কৌতুহল দেখা দিয়েছে।
×