ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কণিকা

প্রকাশিত: ০৫:৩২, ১৪ নভেম্বর ২০১৭

স্বাস্থ্য কণিকা

আপনার দাঁত ব্রাশের টিপস * আপনার দাঁত দিনে ২ বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ২ মিনিট ব্রাশ করুন। * ফ্লস দিয়ে দাঁতের ভেতর ময়লা পরিষ্কার করুন দিনে অন্তত ১ বার। * ৩ মাস পর পর আপনার ব্রাশ পরিবর্তন করুন। * চিনি সম্বলতি খাদ্য ও পানীয় যতটা ও পারা যায় পরিহার করুন। * প্রয়োজনে দাঁতের চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। * প্রতিবেলা খাদ্য গ্রহণের পর চিজ খান চিজ আপনার দাঁতকে স্বচ্ছ রাখে। সিলরির উপকারিতা * দেখতে হাড়ের মতো এবং হাড়ের মতোই তার শক্তি। * শারীরিক কাঠামোর শক্তি পূরণ করে। * অল্প পরিমাণে সোডিয়াম থাকে যা প্রকৃতিকগতভাবে পটাসিয়ামের সঙ্গে ভারসম্য থাকে। * প্রচুর সিলিকন থাকে। সিলিকন নামের খনিজ পদার্থ হাড়, গিড়া, শিরা, নখের শক্তির জন্যে অত্যাশ্যকীয় * প্রচুর ভিাটামিন ‘কে’ থাকে ‘কে’ হাড় ও মজ্জার জন্যে, রক্তের বিভিন্ন উপাদান তৈরিতে সাহায্য করে। * আর ভিটামিন ‘সি’ তো রোগ প্রতিরোধের জন্যে অতীব প্রয়োজনীয়। চিজের গুণাবলী * রোগ প্রতিরোদ ক্ষমতা বাড়ায়। * হাড়কে শক্ত করে। * ঘুম ভাল হয়। * জ্বলজ্বলে ত্বক দেয়। * মাসিক শুরুর ব্যথা বেদনা কমিয়ে দেয়। * দাঁতের ক্ষয় রোধ করে।
×