ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বাউল গানের আসর ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: ০৪:২৭, ১৪ নভেম্বর ২০১৭

কিশোরগঞ্জে বাউল গানের আসর ও গুণীজন সম্মাননা

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে শিল্প-সাহিত্য সংস্কৃতি ও গবেষনায় বিশেষ অবদান রাখায় সাত গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় নেহাল গ্রিন পার্কে বাংলাদেশ বেতারের গীতিকার ও উদীচী শিল্পীগোষ্ঠী পদকপ্রাপ্ত হারিছ মোহাম্মদের গান নিয়ে ৭ম বার্ষিক বাউল গানের আসরে গুণীজনদের উত্তরীয় পরানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-সাহিত্য ও শিক্ষায় অধ্যাপক (অব.) প্রাণেশ কুমার চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, গবেষক-গীতিকার ভাস্কর খায়রুল আলম বাদল, লালন গবেষক শাকিল সাঁই, বেতার ও টেলিভিশন শিল্পী চন্দন দেবনাথ, বাউলশিল্পী কামাল সরকার এবং নিজাম সরকার। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের জীবনী পাঠ করেন কবি গৌতম দেবনাথ। পল্লী সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ জুবায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, ব্যবসায়ী-সমাজসেবক ওসমান গণি, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান মিলন প্রমুখ। পরে সঙ্গীতানুষ্ঠানে হারিছ মোহাম্মদ রচিত গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী মজিবুর রহমান, চন্দন দেবনাথ, গোপাল তালুকদার, কায়েস আকন্দ, কণ্ঠশিল্পী সেতারা বেগম সেতু, জেবুন্নেছা সরকার নিঝুম, নিকলীর জানে আলম নান্নু, কুমিল্লার বাউলশিল্পী শাকিল সাঁই, আব্দুস ছাত্তার সরকার, হোসেনপুরের কামাল সরকারসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে সন্ধ্যা হতে গভীর রাত অবধি বাউলগান উপভোগ করেন।
×