ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু সিসিইউতে

প্রকাশিত: ০৩:০৬, ১৩ নভেম্বর ২০১৭

নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু সিসিইউতে

অনলাইন রিপোর্টার ॥ একুশে পদক প্রাপ্ত জাতীয় নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইডের সিসিইউতে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগেও অসুস্থতার কারনে এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেও গত পরশু আবার অসুস্থ হয়ে পড়লে গতকাল তাকে আবার ল্যাব এইডে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়। বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। এ ব্যাপারে তার দীর্ঘদিনের সহকর্মী বুলবুল ললিতকলা একাডেমির সদস্য সচিব নাসির আহমেদ বলেন, বিভিন্ন অসুখে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন। তবে সব সময়ই তার মনোবল ছিল খুবই শক্ত। তবে বার্ধক্য এক সময় মেনে নিতে হয়েছে। তার মতো গুণি মানুষ খুব কমই জন্মে। বাংলাদেশের প্রতিষ্ঠিত নৃত্য যারা রয়েছেন তাদের বেশির ভাগই ঝুনু আপার হাত ধরে এসেছেন। এদের মধ্যে সেলিনা হক, লুবনা মরিয়ম, মৌ, তারিন, রতন, বাবু, মুনমুন সহ অনেকেই তার স্নেহেপ্রাপ্ত। তার মেয়ে বেবীও একজন গুণি নৃত্য শিল্পী। সারাজীবন কাটিয়ে দিয়েছেন নাচ নিয়ে এবং নাচ কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা নিয়ে। দেশ বিদেশে অনেক সফল নাচের অনুষ্ঠান করে সমাদৃত হয়েছেন। বুলবুল ললিতকলা একাডেমি বাফার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। কত শিল্পী যে তার হাত ধরে তৈরি হয়েছে তা ইয়াত্তা নেই। নৃত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছে। পেয়েছেন নৃত্যগুরুমাতা। তার দুই ছেলে এবং এক মেয়ে সার্বক্ষণিক এখন রয়েছে ল্যাব এইড হাসপাতালে। তারা দেশবাসীর কাছে এই গুণি শিল্পীর জন্য দোয়া চেয়েছেন। যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে আবার ফিরে আসতে পারেন।
×