ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে হামলার প্রতিবাদে ঢাবিতে ‘জনউদ্যোগ’র মানববন্ধন

প্রকাশিত: ০২:৩৫, ১৪ নভেম্বর ২০১৭

রংপুরে হামলার প্রতিবাদে ঢাবিতে ‘জনউদ্যোগ’র মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের গ্রামে অগ্নিসংযোগ,ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন করেছে নাগরিক সমাজের মঞ্চ ‘জনউদ্যোগ’। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ‘এই বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন?’ এই প্রতিপ্রাদ্যে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জনউদ্যোগের সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, গণজাগরণ মঞ্চের সংগঠক অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) মো. সেলিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও বিচার না হওয়ার এসব অপশক্তি দিনদিন মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে দেশে এক বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, এ ধরণের ঘটনা বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রদায়িক অপশক্তিরা ধারাবাহিকভাবে এ ধরণের জাতিগত নিপীড়ন চালিয়ে আসছে। যারা বাংলার মাটিতে এ ধরণের অপরাধ করে চলেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। জাতিগত নিপীড়নের প্রতিবাদ করলেই হবে না এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় এনে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ঘটনার সাত দিন আগে থেকেই হামলার প্রস্তুতি নেয়া হচ্ছিল তখন প্রশাসন কি করেছে? তারা তখন ঘুমিয়ে ছিল। নিজেদের পকেট ভারী করার জন্য গ্রেফতার বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি হামলারও সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার জন্যই সাম্প্রদায়িক হামলা থেমে নেই। তিনি বলেন, প্রকৃত অপরাধীরা চোখের সামনে, কিন্তু তারা প্রশাসনের সমর্থনযুক্ত। বিচারহীনতার সংস্কৃতি সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতার নামান্তর। সাম্প্রদায়িকতরা মধ্য দিয়ে পাকিস্তানের পথে হাটা যায়, বাংলাদেশের পথে হাটা যায় না বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
×