ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্টন থানা ছাত্রলীগের নতুন কমিটি, সভাপতি শেখ মিরন

প্রকাশিত: ০২:১৭, ১৩ নভেম্বর ২০১৭

পল্টন থানা ছাত্রলীগের নতুন কমিটি, সভাপতি শেখ মিরন

জনকণ্ঠ রিপোর্ট ॥ রাজধানীর ঢাকার অন্যতম থানার নাম পল্টন। আর রাজনীতিতে পল্টনকে একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবেই ধরা হয়। রাজনীতির অনেক হিসাব নিকাশ। সম্প্রতি গুরুত্বপূর্ণ এই ইউনিটের সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। শেখ নাজমুল হোসাইন মিরনকে সভাপতি এবং কাজী আল জাহিদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোসণা করা হয়। নতুন সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন এর পূর্বে পল্টন থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব তার উপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নতুন দায়িত্ব পেলাম। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাকে (মিরন) পল্টন থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এম জাকির হোসাইন ভাই ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে সবার সহযোগিতাও চাচ্ছি।’ দেশ ও জাতীর কল্যাণমূলক কাজে অবদান রাখায় ডি.এম.পি. কমিশনার হতে পুরস্কার প্রাপ্ত মিরন আরো বলেন, আমি পল্টন থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলাম। আমি জানি এখানে রাজনীতি করতে হলে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবেলা করে চলতে হয়। এটা ঢাকা শহরের এমন একটা থানা যেখানে বিএনপি-জামায়াত-শিবিরের আতঙ্ক ছড়িয়ে থাকে। আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। আমি জনগণ ও ছাত্র সমাজের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের হাতকে আরো শক্তিশালী করতে পারি সে দোয়াও চান এই ছাত্র নেতা। আমি আমার সকল নেতা-কর্মীদের নিয়ে কাজ করতে চাই। তাদের পাশে আগেও যেভাবে পাশে ছিলাম একইভাবে আগামীর দিনগুলোতে শুধু নেতাকর্মীই নয় দেশের উন্নয়নে শিক্ষার্থীসহ সবারপাশে থাকতে চাই।
×