ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবি ও এমপিএফ’র মধ্যে শীর্ষ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার

প্রকাশিত: ০১:২০, ১৩ নভেম্বর ২০১৭

বিজিবি ও এমপিএফ’র মধ্যে শীর্ষ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে চার দিন ব্যাপী মিয়ানমারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) মধ্যে শীর্ষ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে রোহিঙ্গা ইস্যু, সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি চালানো, ভূমি ও আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে সামরিক বাহিনীর মাইন পূঁতে রাখা ও তা অপসারণসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিয়ানমারের নেপিতো শহরে সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। তাতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমার পুলিশ ফোর্সের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সুয়ি উইনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্ট গার্ডের কর্মকর্তা ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের ডিসেন্স এ্যাটাশে থাকা কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে সীমান্ত লঙ্ঘন, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি চালানো, ভূমি ও আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে সামরিক বাহিনীর চলাচল, মাইন পুঁতে রাখা, পূঁতে রাখা মাইন অপসারণ, সন্ত্রাসী ও নাগরিকদের আটক, অপহরণ, মাদক ও মানবপাচার, অবৈধভাবে মাছ আহরণ, বাংলাদেশী জেলেদের উপর গুলিবর্ষন, নাফ নদীসহ সীমান্তে সমন্বিত যৌথ টহল ও সীমান্তে যৌথ নজরদারিসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
×