ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

প্রকাশিত: ০০:৩৯, ১৩ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সোমবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তাঁর নিজ গ্রামে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল: প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দর্যায়লি, আলোচনা সভা, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরানখানি। বেলা সাড়ে ১০টায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গনে হুমায়ূন আহমেদের নিজ গ্রামবাসী এবং শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১১টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যা লি। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে র্যা লিটি স্থানীয় সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান আহমেদ, বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, হুমায়ূন ভক্ত পরিষদের আহবায়ক লুৎফুর রহমান প্রমুখ।
×