ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে অর্ধশতাধিক স্থানে মাদক বেচাকেনা

প্রকাশিত: ০০:২০, ১৩ নভেম্বর ২০১৭

রায়পুরে অর্ধশতাধিক স্থানে মাদক বেচাকেনা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌন উত্তেজক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ব্যবহার ও কেনাবেচা বেড়ে গেছে। উপজেলার অর্ধশতাধিক স্থানে ইয়াবা বিক্রি হচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চলে বেড়েছে মাদক বিক্রেতারদের দৌরাত্ম্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় গত পাঁচ বছর ধরে শহরের ধনীর ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও প্রতিদিন এটি সেবন করছে। এতে ইয়াবার চাহিদা ও কেনাবেচা আগের চেয়ে অনেক গুন বেড়ে গেছে। রায়পুর উপজেলায় প্রতিদিন কমপক্ষে ১৫-২০ হাজার ইয়াবা টেবলেট কেনাবেচা হয়। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, খুলনা ও ফেনী থেকে ইয়াবা মালবাহী ভ্যানে করে চাঁদপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ রোড ব্যবহার করে রায়পুরে ঢুকছে। পরে বিক্রেতারা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সেবনকারীদের চাহিদানুযায়ী মোটর সাইকেল হাকিয়ে আসক্তদের কাছে পৌঁছে দেয়। তরুণীদের পৌঁছে দেওয়ার জন্য রয়েছে নারী ব্যবসায়ী। প্রতিটি ইয়াবা বিক্রি হয় পাঁচশ-ছয়শ টাকায়। রায়পুর ছাড়াও প্রতিদিন লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর থেকে আসক্তরা এখানে এসে সন্ধ্যার পরে ভিড় জমায়। এলাকাবাসী জানায়, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সদস্য, তরুণ-তরুণী ও যুবসমাজ ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে প্রতিনিয়ত অপহরণ চাঁদাবাজিসহ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। বাড়ছে ধর্ষণের মতো ঘটনা। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গত তিন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু ইয়াবা, গাঁজা, বাংলা মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা উন্নয়নসহ মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য তিনি সকল শ্রেণি-পেশার লোকজনকে সহযোগিতার আহবান জানান।
×