ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ

প্রকাশিত: ০০:১৯, ১৩ নভেম্বর ২০১৭

ভৈরবে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ উচ্চ আদালতের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের উপর দিয়ে চলাচল করা দূরপাল্লার ভারী যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় অর্ধশতাধিক ভারী যানবাহন থেকে তারা এই হর্ন অপসারণ করেন। পুলিশ জানায়, ‘গত কয়েকদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার যানবাহন থেকে হাইড্রলিক হর্ন অপসারণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের শেষ হলেও এরপর থেকে কোন যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।’ ভৈরব হাইওয়ে থানার সাজেন্ট আরিফ জনকণ্ঠকে জানান, এ সড়কে ভারী যানবাহনে অধিকাংশ হাইড্রোলিক হর্ণ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে হর্ণ অপসারন করা হয়েছে। প্রায় ৩সস্রাধিক হর্ন অপসারন করা গেলেও এখনো অনেক যানবাহনে হর্ন রয়ে গেছে। তাই হর্ন অপসারন সহ এখন জরিমানার আওতায় আনা হচ্ছে।
×