ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ০০:১৮, ১৩ নভেম্বর ২০১৭

সীতাকুন্ডে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে বিষপানে মুন্নি আক্তার(২৭)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার দুপুরের দিকে উপজেলার মুরাদপুর হাজী শাহ আলমের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মুরাদপুর এলাকার সিএনজি অটো-রিক্সা চালক মো.আলতাফ হোসেনের স্ত্রী। তাদের সংসারে একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। জানা যায়, উপজেলার মুরাদপুর হাজি শাহ আলমের বাড়ির পাশে স্ত্রী,সন্তান নিয়ে বসবাস করতো সিএনজি চালক আলতাফ হোসেন। কিন্তু রবিবার বোনের অপারেশনের জন্য টাকা দিতে চেয়েছিল সিএনজি চালক। এতে অভিমান করে স্ত্রী মুন্নি। সোমবার সকালে আলতাফ সিএনজি নিয়ে বের হয়,দুপুরের দিকে স্ত্রী ফোন করে বলে আমার গলা জ্বলছে,এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন। উপজেলার মুরাদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহেদ হেসেন নিজামী বাবু বলেন, ‘বিষয়টি শুনার সাথে সাথে আমি আশে-পাশে লোকদের কাছে জানতে পেরেছি বোনের অপারেশনের জন্য টাকা দিতে চাওয়ায় অভিযান করে আত্মহত্যা করেন।’ সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছি। শুনেছি স্বামী তার বোনকে অপারেশনের জন্য টাকা দিতে চাওয়ায় রাগ করে আত্মহত্যা করেছে।’
×