ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় লেগের ময়দানী লড়াই শুরু হচ্ছে আজ -ছবি

প্রকাশিত: ০৬:২৭, ১৩ নভেম্বর ২০১৭

দ্বিতীয় লেগের ময়দানী লড়াই শুরু হচ্ছে আজ -ছবি

জাহিদুল আলম জয় ॥ প্রায় একমাসের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল (বিপিএল)। মধ্যবর্তী দলবদল শেষে এবার দ্বিতীয় লেগে অংশ নিতে প্রস্তুত অংশগ্রহণকারী ১২টি ক্লাব। আজ দ্বিতীয় লেগের উদ্বোধনী দিনেই মাঠে নামছে দুই আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে খেলবে পয়েন্ট তালিকায় একেবারে তলানির দল ফরাশগঞ্জ স্পোর্টিং। বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথমপর্বের খেলা শেষ হয় গত ১৫ অক্টোবর। মধ্যবর্তী দলবদলের জন্য প্রায় একমাস বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে দেশের ফুটবলের অন্যতম আকর্ষণীয় এ আসর। এবারের লীগে দুইপর্ব মিলে হবে মোট ২২টি রাউন্ড। প্রথম রাউন্ডের ১১ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। গত আসরেও কাগজে কলমে সেরা দল গড়ে শিরোপা রেসে ছিল বন্দর নগরীর দলটি। তবে ঢাকা আবাহনীর সঙ্গে শেষ পর্যন্ত পয়েন্টের লড়াইয়ে টিকতে না পেরে তারা হয় রানার্সআপ। সেই না পাবার আক্ষেপটা এখনও আছে বন্দর নগরীর দলটির। এবারের লীগের শুরুর দিকে তারা দীর্ঘ সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। টেবিলের ওপরের সারিতে থাকা দলগুলোর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানটাও ছিল বিস্তর। তবে প্রথম লেগের শেষদিকে এসে ব্যবধানটা কমে আসে। এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। দু’দলেরই সমান ২৪ পয়েন্ট করে ঝুলিতে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে শেখ জামাল। গত মৌসুমে অল্পের জন্য শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি চট্টগ্রাম আবাহনীর। তবে পয়েন্ট নয়, ক্লাবের ম্যানেজার শাকিল মাহমুদের আক্ষেপটা অন্য জায়গায়। তিনি বলেন, গতবার অল্পের জন্য শিরোপা জিততে পারিনি আমরা, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছিলাম। একটা ক্লাবকে শিরোপা জেতাতে অনেক কিছুই করা হয়েছে। এবারও তেমনটাই হবে বলে আমি শঙ্কিত। তারপরও মাঠে ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। অন্য ক্লাবগুলোতে বেশ কিছু পরিবর্তন থাকলেও সেকেন্ড লেগে শুধু একজন বিদেশী নিয়েছে চট্টগ্রাম আবাহনী। গত মৌসুমে খেলেছিলেন চট্টগ্রাম আবাহনীর হয়েই। হাইতিয়ান এ ফুটবলারের নাম লিওনেল সেইন্ট প্রিয়াক্স। এ প্রসঙ্গে শাকিল মাহমুদ বলেন, প্রথম লেগে হাফিজ ওলাদ্বিপু ইনজুরড হয়ে পড়ে। তার স্থানেই প্রিয়াক্সকে নিলাম। প্রথম লেগে প্লেয়াররা সবাই চেষ্টা করেছে। তবে শেষদিকে এসে ইনজুরির কারণে ওলাদ্বিপু ক্লাবের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছিল না। যে কারণে তার স্থানে আমরা প্রিয়ক্সকে নিয়েছি। মধ্যবর্তী দলবদলে ঢাকা আবাহনীতেও তেমন কোন পরিবর্তন আসেনি। তবে একসময় ঢাকা আবাহনীর হয়ে চমক দেখানো নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবাকে আবারও ফিরিয়ে এনেছে আকাশী জার্সিধারীরা। সব থেকে বড় চমকটা দেখিয়েছে শিরোপা প্রত্যাশী নবাগত সাইফ স্পোর্টিং। প্রথম লেগে প্রতাশিত ফলাফল না পেয়ে তারা ক্লাবে যোগ করেছে ৬ ফুটবলার। এর মধ্যে সব থেকে আলোচিত খেলোয়াড় কলকাতার ইস্ট বেঙ্গলের ওয়েডসন এলসেলমেকে, তারা এবার চুক্তিবদ্ধ করেছে। যিনি কয়েক মৌসুম আগে শেখ জামালের হয়ে ঢাকার মাঠ কাঁপিয়ে দিয়েছিলেন। এছাড়া চার্লিস এডওয়ার্ড নামে এক বিদেশী ছাড়াও বিকেএসপির তিন ফুটবলারকে নিয়েছে তারা। পয়েন্ট তলানিতে থাকা ফরাশগঞ্জ করেছে ৭টি পরিবর্তন। প্রথম লেগ শেষে যারা মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করেছিল। লড়াইটা কারও শিরোপা ধরে রাখার, কারও নতুন শিরোপাধারী হবার আর কোন কোন ক্লাবের অবনমনের খড়গ থেকে বাঁচার। এখন দেখা যাক ২২ রাউন্ড শেষে কে কার জায়গা থেকে সফল হতে পারে।
×