ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এলিস পেরির রেকর্ড

প্রকাশিত: ০৬:২৫, ১৩ নভেম্বর ২০১৭

এলিস পেরির রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মেয়েদের এ্যাশেজে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট সুন্দরী এলিস পেরি। টেস্টে নিজ দেশের হয়ে সর্বোচ্চ ২১৩ রানের ম্যারাথন ইনিংস খেলেছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। ভেঙ্গেছেন পূর্বসূরি কিংবদন্তি ক্যারেন রোল্টনের ১৬ বছরের পুরনো রেকর্ড। ২০০১ সালে রোল্টন অপরাজিত ২০৯ রানের ইনিংস খেলেছিলেন এই ইংল্যান্ডেরই বিপক্ষে। এই ম্যাচের আগে পর্যন্ত ৬টি টেস্ট খেলা এলিসের ১০ ইনিংসে মাত্র একটাই হাফসেঞ্চুরি ছিল। কোন সেঞ্চুরি ছিল না। এবার দলের সবচেয়ে প্রয়োজনের সময়ই উপহার দিলেন রেকর্ডভাঙ্গা এই ইনিংস। যদিও সিডনিতে ডে-নাইট টেস্ট ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। মেয়ের এমন সাফল্যে এলিসের বাবা মার্ক পেরি খুবই গর্বিত। মেয়েকে অনুশীলনে প্রচুর সময় দেয়া বাবা মার্ক বলেন, ‘আমি জানতাম তার ধৈর্য আছে। এটা একটা টেস্ট ম্যাচ এবং তাকে এরজন্যই প্রস্তুত করা হয়েছে। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ডগড়া ক্রিকেটারের বাবা হিসেবে আমি অনেক গর্বিত।’ অস্ট্রেলিয়ায় চলছে নারীদের এ্যাশেজ। টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। সিরিজের একমাত্র টেস্টও এটি। আর সেখানেই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন অসি অলরাউন্ডার এলিস। তার অপরাজিত ২১৩ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এতে ভর করেই ইংল্যান্ডের নারীদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বড় স্কোর ৪৪৮/৯ (ডিক্লেঃ) গড়ে অস্ট্রেলিয়া। এলিস যখন ব্যাট করতে নামেন ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই ছিল স্বাগিতকরা। সেখানে দাঁড়িয়ে ৩৭৪ বলে ২১৩ রানের এই ইনিংসটি খেলেছেন ডানহাতি ব্যাটার। রেকর্ডগড়া ইনিংসের পথে ৩৭৪ বলে ২৬টি চার ও একটি ছক্কা মারেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে সর্বোপরি মেয়েদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের কিরন বালুচের ২৪২ ও ভারতের মিতালি রাজের ২১৪ রানের ঠিক পরেই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এলিস। মজার বিষয়, এলিস অস্ট্রেলিয়ার হয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপেও খেলেছেন।
×