ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘শিল্পপ্রভা’র শিশু সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:০৮, ১৩ নভেম্বর ২০১৭

‘শিল্পপ্রভা’র শিশু সংখ্যার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ চারুকলাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘শিল্পপ্রভা’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ শিশু সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় শনিবার। একই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল প্রয়াসের ৪৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং দেশের খ্যাতিমান ১৪ জন শিল্পীর চিত্র প্রদশনী ও আর্ট নিলাম অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ৭৬টি শিল্পকর্ম ঠাঁই পায়। বারিধারার কসমোপলিটন ক্লাবে শিল্পপ্রভার শিশু সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক সোমা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান ও শিল্পপ্রভার প্রকাশক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, এসপিবিএ দেশের শিল্পকলা বিকাশে যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শিশুদের আঁকা ছবির প্রর্দশনী ও আর্ট অকশন অনন্য একটি আয়োজন। সোমা হক বলেন, বিশেষ শিশুরা চিন্তাশীল হয়ে থাকে, তাদের মনোজগতের রূপান্তর ঘটে রংতুলিতে। প্রয়াসের শিক্ষার্থী বিশেষ শিশুদের নিয়ে যৌথভাবে প্রয়াস-শিল্পপ্রভা আর্টক্যাম্প আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অঞ্জন চৌধুরী বলেন, একসময় আমাদের সমাজে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল। বিশেষ শিশুদের নিয়ে আমাদের এই উদ্যোগে প্রয়াস বন্ধুত্বপূর্ণ মনোভাবকে আমি স্বাগত জানাই। ভবিষ্যতেও আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী, আর্ট অকশনের মতো সুন্দর কল্যাণমুখী উদ্যোগ আমরা অব্যাহত রাখব।
×