ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ, কপ্টারে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৫:১৭, ১৩ নভেম্বর ২০১৭

মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ, কপ্টারে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বর্ষীয়ান রাজনৈতিক নেতা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাত ১১টায় তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার্থে রবিবার বিকেল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়ার চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছেন। বহু আগে তার হার্টে বাইপাস করা হয়েছে। বর্তমানে তার দুটি কিডনিই ঠিকমতো কাজ করছে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সিআরএফ (ক্রনিক রেনাল ফেইলিউর)। শারীরিক জটিল অসুস্থতা নিয়ে তিনি শনিবার পর্যন্ত রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। পারিবারিক সূত্রে জানানো হয়, শনিবার দুপুর থেকে তিনি অসুস্থতাবোধ করছিলেন। সন্ধ্যার পর থেকে ক্রমান্বয়ে তা অবনতি হতে থাকে। স্থানীয় চিকিৎসকদের পক্ষ থেকে তাকে প্রথমে তার চশমাহিলের বাসভবনে জরুরী চিকিৎসা দেয়া হয়। এরপর ভর্তি করা হয় ম্যাক্স হাসপাতালে। রাখা হয় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট)। রাতভর তার চিকিৎসা চলে। চিকিৎসার্থে গঠিত হয় মেডিক্যাল বোর্ড। বোর্ড সদস্যদের পরামর্শ অনুযায়ী আরও উন্নত চিকিৎসার্থে ঢাকায় নেয়ার কথা জানানো হলে বিকেলে স্কয়ার হাসপাতালের একটি হেলিকপ্টার চট্টগ্রামে এনে তাকে ঢাকায় নেয়া হয়। তার সঙ্গে গেছেন তার কনিষ্ঠপুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। আর জ্যেষ্ঠপুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকায় অসুস্থ পিতার সঙ্গে বর্তমানে হাসপাতালে রয়েছেন। হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়ার পূর্ব মুহূর্তে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন পুনরায় উপস্থিত হয়ে তাকে বিদায় জানান। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। তিনি রবিবার রাত ১২টা নাগাদ ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে চট্টগ্রামের এ প্রবীণ আওয়ামী লীগ নেতার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মেহেদীবাগ এলাকায় অবস্থিত ম্যাক্স হাসপাতালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও দলের অন্যান্য নেতা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক ও শুভান্যুধায়ীদের ব্যাপক ভিড় জমে যায়। অনুরূপ অবস্থা হয় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেয়ার সময়ে। অসুস্থ এ প্রবীণ নেতাকে একনজর দেখার জন্য উপস্থিত সকলের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও চিকিৎসকদের অনুরোধে অধিকাংশ দূর থেকে তাকে একনজর দেখে তার রোগমুক্তির জন্য দোয়া করতে থাকেন। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরীর বয়স এখন ৭৪ বছর। টানা তিন দফায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রায় তিনদশক জুড়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে। তার এপিএস ওসমান গনি জানিয়েছেন, ইতোমধ্যে ভারতের চেন্নাইতে যোগাযোগ করা হয়েছে। ঢাকা থেকে দ্রুততম সময়ে তাকে সেখানে নেয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।
×