ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:১৬, ১৩ নভেম্বর ২০১৭

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে এ দেশের কথাসাহিত্যে আত্মপ্রকাশ করেছিলেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। সহজ-সরল ভাষার সঙ্গে সংলাপধর্মী উপন্যাসটি খুব সহজেই আকৃষ্ট করেছিল সাহিত্যানুরাগীদের। পরের গল্পটি শুধুই এগিয়ে যাওয়ার। টানা চারটি দশক আপন সৃষ্টিশীলতায় মোহাচ্ছন করে রেখেছিলেন পাঠককে। সেই সূত্রে ধারণ করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ও জননন্দিত কথাসাহিত্যিকের পরিচয়টি। কীর্তিমান এই মানুষ একই সঙ্গে সাহিত্য ও শিল্পের বর্ণময় পথে হেঁটেছেন। সরলরেখার মতোই সহজ ছিল তাঁর লেখার ভাষা। গল্প বা উপন্যাসের উদ্দীপক কিংবা রহস্যময় বুনটে বিভোর করে রেখেছিলেন পাঠককে। এ দেশের সাহিত্যভুবনে ভারতীয় লেখকদের একচেটিয়া আধিপত্যকে মহান করে আপন লেখনীর অনবদ্যতায় গড়ে দিয়েছেন সৃজনশীল প্রকাশনাশিল্পের ভিত্তিভূমি। একই ভাবে বিচিত্র বিষয়ের নাটক কিংবা চলচ্চিত্রের মাধ্যমে শিল্পরসিকদের দিয়েছেন বিশুদ্ধ বিনোদনের খোরাক। আজ ১৩ নবেম্বর বাংলা সাহিত্যের জ্যোতির্ময় এই লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকারের ৬৯তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। দেশের সবচেয়ে জননন্দিত এই কথাশিল্পীর জন্মবার্ষিকীতে বিশেষ প্রবন্ধ, নিবন্ধসহ নানা প্রতিবেদন ছেপেছে পত্রিকাগুলো। লেখকের জন্মদিন উপলক্ষে পরিবারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও টিভি চ্যানেল গ্রহণ করেছে নানা কর্মসূচী। জন্মদিনের আনুষ্ঠানিকতা ॥ লেখকের জন্মদিনের সংবাদটি জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশিত হয়েছে গুরুত্বসহকারে। বিভিন্ন টিভি চ্যানেলে রয়েছে তাঁকে নিবেদিত নানা অনুষ্ঠান। রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হুমায়ূন আহমেদের একক বইমেলা। আজ সোমবার বিকেলে হুমায়ূন আহমেদের বইয়ে সাজানো এ মেলার উদ্বোধন করবেন খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেন। বিশেষ অতিথি থাকবেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং লেখকের অনুজ কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বরাবরের মতো এবারও হুমায়ূন আহমেদের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী হুমায়ূন মেলা। নান্দনিক নাট্য সম্প্রদায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে আলোচনা সভা ও হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’র প্রদর্শনীর।
×