ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০২:৫৮, ১২ নভেম্বর ২০১৭

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে বাবলু সরকার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবলু মিয়ার সাথে প্রায় ১৫ বছর আগে একই গ্রামের মনোয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান জন্ম নেয়। পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২৩ ফেব্র“য়ারি বাবলু মিয়া ঝগড়াবিবাদের একপর্যায়ে গলাটিপে তার স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করে। দীর্ঘ শুনানী শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবলু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। মামলার অন্য ২ জন আসামী আমীর উদ্দিন ও মোনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।
×