ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ॥ সাক্ষ্য গ্রহন আবার পিছিয়েছে

প্রকাশিত: ০০:৩০, ১২ নভেম্বর ২০১৭

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ॥ সাক্ষ্য গ্রহন আবার পিছিয়েছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ চাঞ্চল্যকর মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এর ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য গ্রহন ৫ম বারের মতো পিছিয়েছে। একজন আসামী তৈয়বুর রহমান তোতা চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট রিভিশন করায় মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২৩ জানুয়ারী ২০১৮। এই দিনে সাক্ষ্য গ্রহন করা হবে। আজ রবিবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহনের দিনধার্য়্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান জানান, একজন আসামী তৈয়বুর রহমান তোতা উচ্চ আদালতে চার্জ গঠনের বিরুদ্ধে রিভিশন করায় এবং উচ্চ আদালতে সেই রিভিশন শুনানীর অপেক্ষায থাকায় আদেশ আনার জন্য সময়ের আবেদন করলে মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২৩ জানুয়ারী ২০১৮। এই দিনে সাক্ষ্য গ্রহন করা হবে। উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন । মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয় । পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয় । এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সাকে সহসভাপতি সেন সুমন, আলী আকবর , মুজিবর , সুমন আলী , ফরিদুর রহমান ফরিদ, সাগর , বাপ্পি গাজী , ইলিয়াস ,সোহেল , লিটন মল্লিাক , মিল্টন মল্লিক , নজরুল, সোহবান শেখ , সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ ১৬ জনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ২ নং আসামী আজিবর শেখ পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
×